ডোমারে মন্দির ভাংচুর !! মহিলা সহ আহত ৪

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মন্দির ভাংচুর মহিলা সহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, ১১ আগষ্ট মঙ্গলবার রাত ৯.৩০ ঘটিকায় উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজ পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূ সৎসঙ্গ হরি মন্দিরের ১একর ৬৭ শতক জমি নিয়ে বিবাদীগনের সাথে দির্ঘদিন ধরে আদালতে মামলা মোকোদ্দমা চলে আসছে।
গত ৭মে আদালত মন্দিরের পক্ষে রায় ঘোষনা করায় বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন বিবাদী গণের মধ্যে উমাচরণ,  খিতিশ, শুকুমার, তুলশি, স্বপন সহ তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে লাঠি, ছোড়া, লোহার রড, বল্লম সহ অন্যান্য দেশীয় অস্ত্রে সু-সজ্জিত হয়ে মন্দিরের জমি দখলের চেষ্টা চালায় এবং মন্দির ভাংচুর করে। তাদের কাজে বাধাঁ দিলে  চড়াও হয়ে এলোপাথারী ভাবে মারধর করতে থাকে। তাদের অস্ত্রের আঘাতে কালীদাস(৫০) বুধারাম(৬০) সহ ২জন মহিলা গুরত্ব¡র আহত হয়। পরে তাদের  ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। রাত ১১টায় এলাকাবসী নারী, পুরুষ ও শিশু মিলে মন্দিরে ভাংচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান করে। পরে থানা কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহনের আস্বাস দিয়ে তাদের ফিরত পাঠায়। ঘটনায় জরিতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান এলাকাবাসী।                        

পুরোনো সংবাদ

নীলফামারী 6792312961680971468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item