চিলাহাটি ভাউলাগঞ্জ রাস্তা সহ ব্রীজটির বেহাল দশা ৫ কিলোমিটারের রাস্তা যেতে ৩০ কিলোমিটার অতিক্রম করতে হয়

এ.আই পলাশ ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি একটি ঐতিহ্যবাহী হাট ও বাজার। চিলাহাটি নীলফামারী জেলার শেষ প্রান্তে অবস্থিত। এই চিলাহাটির পার্শ্ববর্তী আর একটি হাট ও বাজার পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ হাট।
চিলাহাটি থেকে ভাউলাগঞ্চের দূরত্ব ০৫ কিলোমিটার এবং রাস্তাটি পাকা। কিন্তু ০৫ কিলোমিটার  রাস্তার অবস্থাও নাজুক এবং মাঝ পথে একটি ব্রীজের অভাবে এই দুই জেলার মানুষকে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। জানাযায়, ভাউলাগঞ্জ একটি এই এলাকার গুরুত্বপূর্ণ বড় হাট আবার চিলাহাটিও  একটি বড় ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। চিলাহাটি থেকে ভাউলাগঞ্জে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারনে আজ চিলাহাটি অনেক পিছিয়ে। চিলাহাটি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গত প্রায় ১০ বছর পূর্বে ভাউলাগঞ্জ হাট চলত চিলাহাটির ব্যাবসায়ীদের নিয়ে। এমনকি চিলাহাটি থেকে নীলফামারীর দুরত্ব এবং পঞ্চগড়ের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কম হওয়ায় এই চিলাহাটি অঞ্চলের মানুষ পঞ্চগড় যাতায়াত করতো বেশী। কিন্তু ব্রিটিশ আমলের লোহার ব্রিজটি ধ্বংসে পরিণত হওয়ায় এই অঞ্চলের মানুষকে ০৫ কিলোমিটার যেতে ৩০ কিলোমিটার পথ পারি দিতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে পঞ্চগড় জেলার বেশ চিলাহাটি থেকে ট্রেন চলাচল করার কারণে পঞ্চগড়ের মানুষ চিলাহাটি  এসে ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। চিলাহাটির গোসাইগঞ্জ, মুক্তিরহাট, বিওপি বাজার সহ পাশ্ববর্তী ইউনিয়ন কেতকীবাড়ীর কৃষকরা তাদের কৃষিপন্য ভাউলাগঞ্জ হাটে নিয়ে বিক্রি করে।  পূর্বে দেশের বিভিন্ন স্থান থেকে ভাউলাঞ্জ আসা পাইকাররা চিলাহাটি থেকেও ট্রাকে করে কৃষি পন্য সহ বিভিন্ন মালামাল নিয়ে যেতেন। কিন্তু আজ ব্রীজটি এবং রাস্তারটির দুরাবস্থার কারনে সেই সমস্থ পাইকারী ব্যবসায়ীরা চিলাহাটিতে আসতে পারেন না। কৃষকগন জানান একারণে তারা সঠিক মুল্য পাচ্ছেন না। এছাড়াও সাধারণ কোন কারনে যদি ভাউলাগঞ্চ সহ টুনির হাট, চাকলা, বোদা, পঞ্চগড় যেতে হয় তাহলে অতিরিক্ত ৩০ কিলোমিটার পথ বেশী অতিক্রম করতে হয়। ভ্যান চালকদের সাথে কথা বললে তারা জানান ২০-২৫ বছর ধরেই এই ব্রীজটি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় মালামাল আনা নেওয়া করলে ভ্যান থেকে নামাতে হয় এবং মাথায় করে ব্রিজ পার করে আবার ভ্যনে তুলে নিয়ে এভাবে যাতায়াত করতে হয়।রাস্তাসহ ব্রীজটি সংস্কারের দাবী এলাকাবাসীর।

পুরোনো সংবাদ

নীলফামারী 447081334311291392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item