ডিমলায় গাভীর দুধ উৎপাদনে কলাকৌশল বিষয়ক ৩ দিনের প্রশিক্ষন


জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বুধবার পল্লী শ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে গাভী পালনের প্রশিন প্রদান করা হয়। উপজেলার তিস্তা নদীর চর এলাকার হতদরিদ্র নারীদেরকে গাভী পালন ুদ্র খামার ও উন্নত কলাকৌশল বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিণ প্রদান করা হয়। উক্ত প্রশিণের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, গাভী পালনে উদ্বুদ্ধ করা, গাভীর ুদ্র খামার স্থাপন সহ, গাভীর দুধ উৎপাদনে উন্নত কলাকৌশল নির্ধারন, জাত উন্নয়ন, বিভিন্ন রোগ বালাই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গাভী পালন পদ্ধতি সম্পর্কে দতা উন্নয়ন ইত্যাদি। নারীরা অর্থনৈতিকভাবে সমতা অর্জন করলে দুর্যোগের প্রভাব থেকে নিজেকে রা করতে পারবে এবং প্রকল্পের ল উদ্দেশ্য অনুযায়ী তিস্তা নদীর চর এলাকায় ঘাত সহনশীল কমিউনিটি গরে উঠবে। এ সময় প্রশিনটি মনিটরিং করেন অক্্রফ্যাম প্রতিনিধি মোক্তাসিম বিল্লাহ। প্রশিনটি পরিচালনা করেন উপজেলা প্রানি সম্পদ অফিস ভিএফআই মোজাফফর হোসেন। তিনটি ব্যাচে মোট ৯৬ জন নারীকে উক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় পল্লী শ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, ফিল্ড ফ্যাসিলিটেটর সুমিত্রা রানী রায় উপস্থিত ছিলেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 107058027371137449

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item