হামার গ্রামোত দক্ষ কবিরাজ আছে।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
মানব দেহে আধুনিক চিকিৎসার পাশাপাশি এখনও পৃথিবীর জমিনে লোকমান হেকিমের উত্তরসুরিরা বনাঞ্চলের গাছগাছরা দ্বারা হাড় জোড়া, হাত-পা ভাঙ্গা, মোস্কা রোগীতের সেবা করে যাচ্ছেন। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো নীলফামারী ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের নাইতারা নিজপাড়া গ্রামের মৃত বাবু মানিক রায়ের ছেলে বাবু হিমু রায়। তার সম্পর্কে এলাকাবাসী বলেন হামার গ্রামোত দ কবিরাজ আছে তা অনেকেই জানেনা। সরজমিনে গিয়ে দেখা যায় তার দাওয়া খানা শিশু কিশোরসহ বেশকিছু পুরুষ-মহিলাকে চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসাধীন রোগীদের মধ্যে সাদেকুল, সুমী, মোস্তাফিদবিল্ল্যা, মানিক মিয়া, সানু, প্রমুখ বলেন বাবুর চিকিৎসা পদ্ধতি অতি চমৎকার। এ ব্যাপারে কবিরাজের স্বাাত করলে তিনি বলেন আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন থেকে মনস্থির করি, আমি এমন একটি চিকিৎসা ব্যবস্থা বেছে নেব, তাদিয়ে যেন সাধারন মানুষেরা অস্ত্রপাচার ছাড়াই সৃষ্টিকর্তার কৃপায় রোগমুক্ত হয়।
তাই আমার এই ুদ্র চিকিৎসার মধ্যে দিয়ে যদি সমাজের গরিব ও অসহায়ত্ব মানুষের উপকার হয় তাহলে দীর্ঘ ২০ বছরের চিকিৎসার সাফল্যতা খুঁজে পাব বলে আমি মনে করি।

পুরোনো সংবাদ

নীলফামারী 723916705724960695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item