দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত ৪!! নিহত ১।

দেবীগঞ্জ  থেকে ঘুরে এসে আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ  উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপরে অস্ত্রের আঘাতে মহিলা সহ আহত ৪!! আসাদুজ্জামান সাজু(২৪) নামে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, ২৮জুলাই মঙ্গলবার সকাল ১০ ঘটিকায়। মামলা সুত্রে যানাযায়, উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজিনি কামাত পাড়া গ্রামে। উক্ত গ্রামের মৃত সমসের আলীর পুত্র রফিকুল ইসলাম তার বোন ছমিরন এবং দুই ছেলে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করে আসছে। ঘটনার দিন তাদের লাগানো রোপা েেত ভাজিনী দহল পাড়া গ্রামের মৃত ছজমুদ্দিনের ছেলে মন্ডল তার ২ ছেলে হাসিবুল ও হাসিনুর তাদের ভাড়াটিয়া বাহিনী নিয়ে দলবদ্ধ হয়ে লাঠি, ছোড়া, লোহার রড, বল্লম সহ অন্যান্য দেশীয় অস্ত্রে সু-সজ্জিত হয়ে রফিকুলের লাগানো রোপা মেড়ে দিয়ে জোর পূর্বক তারা রোপা বপন করতে থাকে।
তাদের রোপা লাগানোর কাজে বাঁধা দিলে তারা চড়াও হয়ে আসাদুজ্জামান ও নুরুজ্জামানকে এলোপাথারী ভাবে মারধর করতে থাকে। তাদের বাঁচাতে মা লুলু বিলকিছ সহ সকলে এগিয়ে এলে দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়। তাদের আশংখ্যা জনক অবস্থায় দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে অবস্থা গেতিক দেখে আসাদুজ্জামান সাজু, নুরুজ্জামান, মিষ্টার ও লুলু বিলকিছকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩দিন পর ৩১ জুলাই শুক্রবার রাত ৮টায় আসাদুজ্জামান সাজু মৃত্যু বরণ করে। সেখানেই ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করাহয়। শনিবার তার নিজ বাড়ীতে দাফন সম্পন্ন হয়। এবিষয়ে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দেবীগঞ্জ থানা মামলা নং-১৫, তারিখ-৩০/০৭/১৫ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাফায়েত জানান, মামলার তদন্ত ও আসামী গ্রেফতারী তৎপরতা অব্যাহত আছে, দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে । হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান, নিহতের পরিবার।        

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1737988048993704229

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item