বেতগাড়ীতে স্কুল হ্যান্ড ওয়াশিং ডিভাইস ও লেট্রিন পুণঃবাসন কাজ সমূহ পরিদর্শন ও উদ্বোধন করলেন- প্রতিমন্ত্রী রাঙ্গা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ জিওবি ইউনুসের ক্যাটস প্রকল্প কেয়ার বাংলাদেশ কর্তৃক স্কুল পর্যায়ে SLTS বাস্তবায়নের লে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের বাচ্চাদের অভ্যাসগত পরিবর্তনের জন্য টিফিনের আগে হাত ধোয়া ও ল্যাট্রিন ব্যবহার করে ধাত ধোয়ার উপকরন হ্যান্ড ওয়াশিং ডিভাইস ল্যাট্রিন পুণঃবাসন কাজ সমূহ পদির্শন এবং শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা। বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গংগাচড়া উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলূ, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে কেয়ার বাংলাদেশ সেতু প্রকল্পের টিম লিডার আব্দুল মতিন সরদার, ক্যাটস প্রকল্প কেয়ার রংপুর এর প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম, এ ছাড়াও কেয়ার বাংলাদেশ ক্যাটস প্রকল্পের কর্মীবৃন্দের মধ্যে বঙ্কিম চন্দ্র দেবনাথ মোজাফ্ফর হোসেন, বন্দনা রাণী দাস, আক্তারুজ্জামান, হাসনা বানু, দেলোয়ার হোসেন প্রমুখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উক্ত উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা বক্তব্যে বলেন, এত সুন্দর কাজ করার জন্য ক্যাটস প্রকল্পকে ধন্যবাদ জানান এবং তিনি আশাবাদ করেন যে, স্কুলের ছাত্র ছাত্রীরা সেনিটেশন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, অভ্যাসের পরিবর্তন ঘটবে হাত ধোয়ার কৌশল হাতে কলমে শিখবে পরিবর্তিত অর্জন বাসায় গিয়ে পরিবারের সাথে আলোচনা করবে এবং আচরনগত পরিবর্তন হবে। পরিবার থেকে অন্যান্য পাড়ার লোকজন জানবে এবং উদ্বুদ্ধ হবে। ফলে খোলা মাঠে পায়খানা বন্ধ হবে। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে।
  

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5648319855509512525

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item