হুইল চেয়ারে কষ্টে দিন কাটছে প্রতিবন্ধী ইদ্রিস আলীর

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

দু’বেলা দু’মুঠো ভাত আর চিকিৎসার টাকার জন্য হতাশায় দিন কাটাচ্ছেন হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী ইদ্রিস আলী। এক সময়ের সুস্থ জীবন-যাপনকারী ইদ্রিস আলী শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছেন।
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আছান আলীর পুত্র ইদ্রিস আলী (৪০)। বাবা-মা হারানো ইদ্রিস আলীর পরিবারের একমাত্র সন্তান তিনি। দরিদ্র পরিবারের ইদ্রিস প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছে। ১৮ বছর বয়সে বিয়ে করেন। কিন্তু ৬ মাস পরেই দাম্পত্য জীবন থেকে বিচ্ছেদ হয় তাদের। আস্তে আস্তে ব্যথায় আক্রান্ত হয়। এর পরেই শারীরিক অসুস্থ হয়ে একাধারে প্রায় ১২ বছর অচল অবস্থায় ভ্যানে শুয়ে দিন কাটান তিনি। বর্তমান অবশ্য হুইল চেয়ারে ভাতিজার সাহায্য নিয়ে চলেন তিনি। বাবার মৃত্যুর পর ৪ শতক জমির মালিক হলেও নিজে শারীরিক অসুস্থ হওয়ায় বিমাতা ভাইয়ের সন্তান ভাতিজার নামে লিখে দেন ওই জমিটুকু। শুধু তাকে এখানে ওখানে হুইল চেয়ারে নিয়ে যাওয়া আসা করবে এই শর্তে। এ ছাড়া দু’বেলা খাবার বড়ই দুঃষ্কর। এলাকার হৃদয়বান এক ব্যক্তি সকালের খাবারটুকু দেন আর বিকেলের খাবারের জন্য অন্যের উপর নিরর্ভশীল হতে হয় ইদ্রিসকে। এভাবে খাবারের বিষয়টা চলে কোন রকম। সরকারি একটা ভাতা পেলেও তাতে নিত্যদিনের যে ওষুধ লাগে তার টাকাই হয় না। কোন দাতা সংস্থা, এনজিও অথবা বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 7382113540620507718

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item