কাস্টমস,এক্্রাইজ ও ভ্যাট কমিশনারেট এর জাতীয় মূসক দিবস পালিত।

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

রংপুরে ১০জুলাই শুক্রবার জাতীয় মূসক দিবস ও জাতীয় মূসক সপ্তাহ উদযাপন উপলক্ষে সর্বেচ্চ মূসল প্রদানকারীদের ক্রেস্ট ও সম্মননাপত্র প্রদান ও আলোচনা সভা  কাস্টমস,এক্্েরাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কামাল কাছনা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব কাস্টমস,এক্্েরাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর কমিশনার মুজিবুর রহমান,আলোচনা সভায় বক্তব্য রাখেন কাস্টমস,এক্্েরাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর যুগ্ন কমিশনার একেএম নুরুলহুদা আজাদ।
জাতীয় মূসক দিবস উপলক্ষে সর্বোচ্চ মূসক প্রদানকারী ১০টি প্রতিষ্ঠান, প্রাইম পুষ্টি লিঃ মমিনপুর রংপুর, মেসার্স আকিজ বিড়ি ফ্যাক্টরী দলিরাম কিশোরগঞ্জ নীলফামারী,শাকিল মটরস পৌর মার্কেট নলিফামারী,মেসার্স লায়ন সোপ ফ্যাক্টরী গোবিন্দনগর ঠাকুরগাও,মেসার্স গোওসিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নর্থ সার্কুলার রোড ঠাকুরগাও, মেসার্স এসবি এন্টারপ্রাইজ বঙ্গবন্ধু সড়ক ঠাকুরগাও,আকিজ বিড়ি ফ্যাক্টরী হাতীবান্ধা লালমনিরহাট,স্মরণিকা এন্টারপ্রাইজ, ধাক্কামারা পঞ্চগড়,মেসার্স পাবনা সুইটস টিএনটি রোড বাহাদুর বাজার দিনাজপুর, নিবারন চন্দ্র সাহা ডিবি রোড গাইবান্ধা।  প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালকদের হাতে প্রধান অতিথি সিটি মেয়ার সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ক্রেস্ট ও সম্মননাপত্র প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কাস্টমস,এক্্েরাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর কর্মকর্তা মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বর্নাঢ্য র‌্যলিী বের করা হয় ।


পুরোনো সংবাদ

রংপুর 3813311425516115999

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item