ঈদে ঘরমুখি ট্রেনযাত্রীদের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :॥
ঈদে ঘরমুখি মানুষের বাড়ি আসা ও ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওযার সুবিধার্থে রেলওয়ে পশ্চিমজোনের বৃহৎ রেল জংশন পার্বতীপুর-ঢাকা রুটে ‘ঈদ স্পেশাল’ নামে দুইটি(এক জোড়া) ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আগামী ১৫ জুলাই থেকে এ ট্রেন দুটি চলাচল করবে ২৬ জুলাই পর্যন্ত। ঈদের দিন ও ঈদের পরদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের ভাড়ার সমপরিমান।

রেল সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদ-উল ফিতরকে সামনে রেখে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রেলপথে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনের আসন রয়েছে ৭২৮টি। এরমধ্যে প্রথম শ্রেণী ফ্লাট ২৪টি ও শোভন সাধারন ৭০৪টি। ট্রেনটি প্রতিদিন সকাল ৬.৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩.৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় দেড়ঘন্টা বিরতির পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে বিকেল ৫.২০ মিনিটে ছেড়ে রাত ৩টায় পার্বতীপুর এসে পৌঁছাবে। ট্রেনটি ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধবনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াই ব্রীজ, উল্ল্যাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশনে থামবে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2558170024468923744

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item