পাগলাপীর বন্দরে যত্রতত্র অটো রিক্সা সিএনজি রাখায় প্রত্যহ যানজট সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে যত্রতত্র অটো সিএনজি ভটভটি নসিমন করিমন রিক্সা ভ্যান রাখায় প্রত্যহ যানজন ও সড়ক দুর্ঘটনা বেড়ে চলায় পাগলাপীর বন্দর বাসী উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে পাগলাপীর বন্দরের বিভিন্ন মহলের অভিযোগ এইসব পরিবহন গুলি যত্রতত্র রাখায় যানজটের কারণে গত ৬ মাসে শতাধিক দুর্ঘটনায় প্রায় ১০ জনের প্রান হানী ও ৫ শতাধিক পথচারী গুরুতর জখম হয়েছে।
ফলে পাগলাপীর বন্দর বাসী আশঙ্কা করছেন এইসব হালকাপাতলা পরিবহন গুলি যত্রতত্র ভাবে রাখার দরুণে যে কোন মুহুর্তে আবারো বড় ধরণের দুর্ঘটনায় প্রাণ হানি ঘটনতে পারে । জানাগেছে পঞ্চরাস্তার মোড় পাগলাপীর বন্দরের ৫টি সড়কের দুধারে গড়ে উঠা ব্যাংক বীমা এনজিও শিা প্রতিষ্ঠান বিভিন্ন শপিং কমপ্লেক্স সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে রাস্তার মোড়ে বিভিন্ন বাসস্ট্রান্ডে রিক্সা ভ্যান অটো সিএনজি ভটভটি নসিমন করিমন সহ হালকা পাতলা যানবাহন গুলি যত্রতত্র ভাবে রাাখায় প্রত্যহ সকাল থেকে রাত্রি ১০ টা পর্যন্ত যানজট সৃষ্টি হয়ে পড়ছে। ফলে স্কুল কলেজ মাদ্রাসাগামী শিার্থী সহ পথচারীরা সড়কে যাতায়াত করতে গিয়ে এইসব পরিবহনের গ্যাড়াকলে পড়ে যানজট দুর্ঘটনা সহ নানা অপ্রতিকর ঘটনার শিকার হচ্ছেন। সরেজমিনে গতকাল মঙ্গলবার আমরা মানবতার পে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির সিনিয়র সদস্য কবীর হাসান প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল খলিল বিশিষ্ট পানসিগারেট ব্যবসায়ী লাজু মিয়া ও আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদের সহ বিভিন্ন মহল জানায় পাগলাপীর বন্দরে অটো সিএনজি রিক্সা ভ্যান পরিবহনের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় এসব পরিবহন গুলি সড়কের মোড়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে যাত্রীর অপোয় যত্রতত্র ভাবে থাকায় পথচারীদের রাস্তা পারাপারে যানজট দুর্ঘটনার কবলে পড়ছেন। এ ব্যাপারে পাগলাপীর বন্দরের সচেতন মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 396864398119676522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item