ভারতে খোলা জায়গায় মলত্যাগ ঠেকাতে মহিলা বাহিনী গঠন

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
জিডিপি, পরমাণু শক্তি, প্রযুক্তি  ইত্যাদি ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে  আত্মপ্রকাশ করলেও এখন পর্যন্ত স্যানিটেশন লক্ষমাত্রা থেকে অনেকদূর পিছিয়ে রয়েছে ভারত। আর তার ফলশ্রুতিতে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৬% জনসংখ্যা এখোনো খোলা জায়গায় মলত্যাগ করে। এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এক বক্তব্যে তিনি মন্দির বানানোর থেকে টয়লেট বানানোর উপরে বেশি গুরুত্ব দিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন।

কিন্তু তারপরেও উন্নতি হয়নি পরিস্থিতির। সম্প্রতি খোলা স্থানে মলত্যাগ প্রতিরোধে এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে ভারতের উড়িষ্যা ও ঝাড়খন্ডের প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দারা। গ্রামের পঞ্চায়েত সদস্যরা মিলে মহিলাদের নিয়ে গঠন করেছে খোলা স্থানের মলত্যাগ ঠেকানো বাহিনী। এ বাহিনীর সদস্যরা প্রতিদিন লাঠি, ঝাড়– ও বাঁশি নিয়ে গ্রামের বনজঙ্গল, ঝোঁপঝাড় ও রাস্তার উপরে টহল প্রদান করে। যেই না কোন মলত্যাগকারী চোখে আসে অমনি তার বাঁশিতে ফুঁক দিয়ে অন্যান্য সদস্যদের তাদের অবস্থান জানিয়ে দেয় এবং মলত্যাগকারীকে জরিমানা এমনকি শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। ফলে ওই গ্রামগুলোতে খোলস্থানে মলত্যাগকারীর সংখ্যা অনেকাংশে কমে গেছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3394425920021305360

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item