সাঘাটায় গরু চুরি আতঙ্কে কৃষকেরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :  
গরুর দাম বৃদ্ধি পাওয়ায় এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে টার্গেট করে সাঘাটা উপজেলার সর্বত্র গরু চুরি বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ একটি চোর দল প্রতি রাতেই কোথাও না কোথাও গোয়াল ঘর থেকে গরু চুরি করে ভটভটি যোগে নিয়ে যাচ্ছে। ফলে গরু চুরির আতঙ্কে কৃষকরা রাত জেগে এখন গোয়াল ঘর পালা করে পাহারা দিচ্ছে। 

এলাকাবাসী জানায়, গত ১১ দিনে সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের ওহাব মন্ডলের গোয়াল ঘর থেকে ৪টি, কচুয়া গ্রামের আজিবর রহমানের গোয়াল ঘর থেকে ৩টি, চন্দনপাট গ্রামের মোসলেম উদ্দিনের গোয়াল ঘর থেকে ৩টি, শিমুলতাইড় গ্রামের আব্দুস সাত্তারের গোয়াল ঘর থেকে ৫টিসহ বিভিন্ন এলাকায় ২৮টি বাড়ীতে গরু গাভী বাছুর চুরির ঘটনা ঘটছে। 
কৃষকরা আরও জানান, এতদিন গরুর চুরির উপদ্রব ছিল না। বর্তমান রমজান মাস, সামনে ঈদ এবং গরুর দাম বৃদ্ধির ফলে গরু চুরির ঘটনা ঘটছে। স্থানীয় গরুর দালাল ও কসাইদের সাথে গরু চোরের যোগ সূত্র রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। পুলিশ কিংবা গ্রাম পুলিশের রাতে টহল ব্যবস্থা না থাকায় কৃষকরা বাধ্য হয়েই রাত জেগে গোয়াল ঘর পাহারা দিতে হচ্ছে।  

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 7247508910902496662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item