ডোমারের পার্শবর্তী ছিটমহল বাসীর জমি দখলের চেষ্টা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ভারতের প্রধান মন্ত্রি নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার চুক্তি পত্র অনুযায়ী আনন্দ উল্ল্যাসে মেতে উঠেছে বাংলাদেশের ছিট মহল বাসী। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় দূর্বৃত্ত ছিট মহলের জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার মিরজাগঞ্জ সাপিরপাড়া সংলগ্ন কোট ভাজীনী ডাঙ্গা পাড়া ছিট মহল এলাকায়।
সরেজমিনে জনাযায়, উক্ত এলাকায় প্রায় ৭একর জমি প্রভাষক এনছানুল হক ১০ বছর পূর্বে দখলদারদের কাছথেকে লিখিতভাবে ক্রয়করে চাষ আবাদ করে আসছে। জমিটি সুষ্টভাবে চাষ আবাদ ও দেখা শুনার জন্য নিজাম উদ্দিন, মারফত, নূর মোহাম্দ, চান খাঁ সহ কয়েকটি পরিবার বসতবাড়ী করে তা দেখা শুনা করে। ৩০জুলাই বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকায় জমির দাবীতে সাপিরের পুত্র প্রামানিক তাদের দলবল মিলে ৭টি গরুর হাল নিয়ে হলুদ, মরিচ, শব্জী ক্ষেতে জোর পূর্বক হাল  চাষ দিয়ে দখলের চেষ্টা চালায়। প্রতিপক্ষরা বাধাঁ নিষেধ করলে অর্তকিতভাবে সন্ত্রাসী  প্রামানিক, মস্তো, বোলো, ছপিয়ার, আলম সহ অনেকে দলবদ্ধ হয়ে লাঠি, ছোড়া, বল্লম, লোহার রড সহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে তাদের বেধড়ক মারপিট করে এবং বাড়ী ভাংচুর চালায় শেষে ক্ষেতের ফসল, গাছের কাঁঠাল বিনষ্ট করে। কাদেরের স্ত্রী নাজিরা ও লিটনের স্ত্রী পারভীন জানান, তাদের লোকজন ও সন্তানেরা মিরজাগঞ্জ হাটে গেলে তাদের গালিগালাজ ও মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। এবিষয়ে জমির প্রকৃত মালিক প্রভাষক এনছানুল হক দেবীগঞ্জ থানায় অভিযোগ করেন এবং পরদিন থানার অফিসার ইন্চার্জ এলাকা পরিদর্শন করে। সিট মহলবাসী ভূমি দশ্যু সন্ত্রাসীদের কবল থেকে বাচঁতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 9202020091655035478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item