সাকিব হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের পাঠ বর্জন ও মানববন্ধন

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি-
প্রবাদ বাক্য রয়েছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মেধাবী ছাত্ররাই আগামীতে রাজনীতি দলের নেতৃত্ব দিবেন এবং দেশ পরিচালনায় তারা মুখ্য ভূমিকার দাবিদার। কিন্তু গত ১৩ জুন সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র সিরাজুম মনির খান সাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ মাস ১০ দিন পরও হত্যাকারীকে গ্রেফতার করতে না পারায় ওই স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীরা পাঠ বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্মৃতি অম্লান চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে  শিক্ষার্থীদের পক্ষে ওই কলেজের সাবেক ছাত্র মনিরুজ্জামান বলেন, পুলিশের সঙ্গে হত্যাকারীদের অবশ্যই আঁতাত রয়েছে। আর এ কারণেই তারা হত্যাকারীকে গ্রেফতার করতে পারছেন না। সুমি নামের সৈয়দপুর আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাকিবের ফুফু কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতই ভালবাসেন। আর এ কারণেই তিনি সবসময়  শিক্ষার্থীদের পাশে রয়েছেন। কিন্তু সৈয়দপুরের পুলিশ প্রশাসন রয়েছেন হত্যাকারীদের সাথে। এ কারণে তারা হত্যাকারীকে সনাক্ত করার পরেও তাদের গ্রেফতার করছেন না। অতিসত্বর সাকিব হত্যাকারীকে গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনের কথা বলেন তিনি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5354662495958129629

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item