অধ্যক্ষ তহ্ফা হত্যা মামলার চার্জশীট গৃহীত সৈয়দপুর পৌর মেয়র আমজাদ প্রধান অভিযুক্ত

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
সৈয়দপুরের বহুল আলোচিত অধ্যক্ষ তহ্ফা বেগম হত্যা মামলার চার্জশীট গৃহীত ও শুনানী অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই নীলফামারী সিনিয়র জুডিশিয়াল আদালতে এ শুনানী অনুষ্ঠিত হয়। গত ৩১ মে ওই মামলায় বিএনপি নেতা পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ও তার ভাই আলহাজ্ব রশিদুল হক সরকার সহ আরও একজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগ পত্র (চার্জশীট) জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক এম.আর সাঈদ। মামলাটি বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য আগামী ৫ আগষ্ট দিন ধার্য হয়েছে। অপর আর এক আলোচিত রুবেল হত্যা মামলাটিও উচ্চ আদালতের স্থিতি অবস্থার অবসান হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন পর হলেও ওই মামলাটি অল্পদিনের মধ্যে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে সচল হতে পারে সংশ্লিষ্ট সূত্র মারফত জানা যায়। এছাড়া ২০০৭ সালে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দুদকের দুটি মামলায় পৌর মেয়র আমজাদ হোসেন সরকার অভিযুক্ত হয়েছেন। 

এ ব্যাপারে শহরের বিজ্ঞ মহল বলছেন দেশের অন্যান্য জেলা, উপজেলার শীর্ষ পর্যায়ের নেতা, ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়ররা শুধুমাত্র একটি মামলায় অভিযুক্ত হয়ে কারাবাস হয়েছেন। কিন্তু সৈয়দপর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে একাধিক মামলায় অভিযুক্ত করে চার্জশীট গৃহীত হলেও দাপটের সাথে তিনি ঘুরে বেড়াচ্ছেন বলে বিজ্ঞ মহলের অভিযোগ। পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে তহ্ফা বেগম হত্যা মামলার প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমান মিলেছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4140999921485630840

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item