রংপুরে যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা মেরে ৬ যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মামলার বিচার শুরু


হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা মেরে বাসযাত্রীকে জীবন্ত পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা মামলার বিচার অবশেষে শুরু হতে যাচ্ছে। রংপুরের জেলা দায়রাজজ মজ্ঞুরুল বাছিত বুধবার মামলাটি আগামী ২৯  জুলাই পুলিশের দাখিল করা চার্জসীট আমলে নেয়ার দিন ধার্য করেছেন। মামলার পিপি আব্দুল মালেক এ্যাডভোকেট জানান, চাঞ্চল্য মামলায় জামায়াত শিবিরের ১শ ৩২ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে চার্জসীট দাখিল করা হলে মামলাটি বিচারের জন্য জেলা দায়রাজজ আদালতে পাঠানো হয়। মামলায় জামায়াত শিবিরের ৪৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাগারে আছে। এখনও ৮৬ জন আসামী পলাতক রয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ১৩ জানুয়ারী বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোটের অনিদৃষ্টকালের অবরোধ কর্মসূচি চলা কালে রংপুর- ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামি যাত্রীবাহি বাস খলিল পরিবহনে রাত ১২ টার দিকে জামায়াত শিবির কর্মীরা বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে ঘটনা স্থলেই শিশু সহ বাস যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে নিহত হয়। আগুনে দগ্ধ হয়ে আহত হয় অন্তত ২৫ জন যাত্রী।
এদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় আরও বাস যাত্রী মারা যায়।
নিহতদের সকলেই সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের। তারা কাজের সন্ধানে ঢাকায়  যাচ্ছিলো। ঘটনায় মিঠাপুকুর থানার এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

পুরোনো সংবাদ

রংপুর 8366218372296623647

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item