বুড়িরহাটে গোড়াউন থেকে চোরাই মাল উদ্ধার

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 

রংপুর মহানগরীর বুড়িরহাটের হবিবরের গোডাউন বাড়ী থেকে চোরাই মাল উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। আদালতের নির্দেশে গত শনিবার এ মাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রংপুর মহানগরীর কোবারু ডাক্তারপাড়া গ্রামের আক্তারুজ্জামানের
স্ত্রী মাফুজা আক্তারের বুড়িরহাট মন্টুর মোড় বাজারে মেসার্স আল ফাইম এন্টারপ্রাইজ গার্মেন্টস ওয়েষ্টেজ এন্ড তুলা নামক ব্যবসা প্রতিষ্ঠানে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে অগ্নিকান্ড ঘটে। এতে প্রতিষ্ঠানটির কিছু মালামাল আগুনে পুড়ে যায়। অবশিষ্ট মালামাল উদ্ধার করে তা ব্যবসা প্রতিষ্ঠানটিতে পুনরায় রাখা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন মালিক একই গ্রামের হবিবর রহমান উক্ত মালামাল নিয়ে তার নিজস্ব মালিকানাধিন গোডাউনে রাখে। এসব মালামমাল মাফুজা আক্তার ফেরৎ চাউলে গোডাউন মালিক তা দিতে অস্বীকার করেন। এতে মাফুজা আক্তার বাদী হয়ে হবিবর রহমান (৫৫), তার ২ পুত্র মকছুদার রহমান (৩৮) ও লিমন মিয়ার (৩৫) বিরূদ্ধে মালামাল উদ্ধারের জন্য রংপুর জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (এমআর ৪৭/১৫) করেন। মামলা পরিচালনা করেন মাফুজা পক্ষে এড. রবিউল ইসলাম রবি ও হবিবরের পক্ষে এড. রইছ উদ্দিন বাদশা। মামলা মুনানী শেষে মালামাল তল্লাশি পূর্বক উদ্ধারের জন্য বিজ্ঞ আদালত গত ২২ জুলাই কোতয়ালী থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ মোতাবেক গত শনিবার কোতয়ালী থানা পুলিশ হাবিবুর রহমানের গোড়াউনবাড়ী তল্লাশী করে উক্ত মালামালের কিছু উদ্ধার করে বাদিনী মাফুজা আক্তারকে প্রদান করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে কেবল প্রায় ১ লাখ টাকা মুল্যের ঝুট পাওয়া গেছে। অবশিষ্ট মালামালের মধ্যে রয়েছে হার্ডওয়াশপ, ব্লেজার ও তুলা ৪ লাখ টাকা মুল্যের এবং ২লাখ ৬০ হাজার টাকা মুল্যের ২টি ওপেনার মেশিন।
 ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুরোনো সংবাদ

রংপুর 24518075089095021

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item