চিলাহাটিতে শিশু রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন

এ.আই পলাশ ঃ সিলেটের সদর উপজেলার কান্দিগাঁও  ইউনিয়নের বাদে আলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ১৩ বছরের ছেলে শিশু শেখ মোঃ সামিউল আলম (রাজন) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির এক্টিভিস্টা ও যুব প্রচেষ্টা ও তৃর্ণমূল সাংবাদিক দলের  উদ্যোগে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় চিলাহাটি শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ সকাল ১০.০০ থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে এক্টিভিষ্টা, যুব প্রচেষ্টা ও তৃণমূল সাংবাদিক দলের সদস্যসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ শিশুসহ সর্বস্তরের শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিশু রাজনের উপর পৈষাচিক নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানায় এবং হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। যুব প্রচেষ্টা চিলাহাটির  সমন্বয়ক মোকাদ্দেস হোসেন লিটু  তার বক্তব্যে বলেন “রাজনের হত্যাকারী ও  ইন্ধন দাতাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা হোক, যাতে সমাজে আর কোন শিশু, আর কোন রাজন এমন বর্বরতার শিকার না হয়। মানব বন্ধনে তৃর্ণমূল সাংবাদিক মজিবুল ইসলাম, একটিভিস্টা শামসুদ্দোহা সাদী, চিলাহাটি প্রেস কাবের সভাপতি তোজাম্মেল হক মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি এ.আই পলাশ, সম্পাদক আশরাফুল হক কাজল, সহ-সম্পাদক রবিউল ইসলাম ইউএসএস চিলাহাটি শাখার সোস্যাল ডেভলেপমেন্ট অফিসার এম. এ রউফ বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3780776473582503764

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item