সারাদেশে মৌসুমী বায়ু সক্রিয় ঈদের দিন রংপুর বিভাগের ৮ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 
দেশজুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশের ন্যায় রংপুর বিভাগেও ঈদের দিন বৃষ্টিপাত হতে পারে। তবে এদিন বৃষ্টির তীব্রতা কিছু কম হবে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে গত দুদিনে রংপুর বিভাগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে গতকাল পর্যন্ত রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ ১১৫ মিঃ মিঃ ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবীদ আবুল কালাম মল্লিক  বলেন, দেশ জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ৭ দিন রংপুর বিভাগের আট জেলাসহ সারা দেশে বৃষ্টি হবে। আগামী দুদিন বৃষ্টিপাতের তিব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও ঈদের আগের দিন থেকে এর তীব্রতা কমে যাবে। তবে ঈদের পরদিন পর্যন্ত বৃষ্টি অব্যহত থাকবে বলে তিনি জানান। 

এদিকে, প্রতিবারের ন্যায় এবারেও রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে রংপুরের প্রধান ঈদের জামাতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু বৃষ্টিপাতের কারণে সেই জামায়াত নিয়ে সংশয় দেখা দিয়েছে। 
রংপুর পান্নারদিঘি ঈদগাহ্ ময়দানের খতিব মাওলানা মোবাশ্বের আলম  বলেন, প্রতিবারের ন্যায় এবারেও আমরা ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ আদায়ের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু যদি ঈদের দিন বৃষ্টি হয় তাহলে আমাদের মসজিদেই ঈদের নামাজ আদায় করতে হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4702685840668471845

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item