ডোমারে ব্র্যাকের সহযোগিতায় নির্যাতিত নারীর মাঝে সম্পদ বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচি পল্লী সমাজের সহযোগিতায় নির্যাতিতা নারীর মাঝে সম্পদ হস্তান্তর করা হয়েছে। ১লা জুলাই বুধবার সকালে ডোমার আন্ধারু মোড় ব্র্যাক এলাকা অফিসে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম শামীম, ব্র্যাক এরিয়া ম্যানেজার সাহাবুদ্দীন, এ্যাকাউন্টস ম্যানেজার আনিছুর রহমান, ম্যানেজার (দাবী) বেলাল হোসেন, এ্যাকাউন্টস অফিসার স্বপন কুমার শীল, কর্মসূচি সংগঠক (মডেল ওয়ার্ড) আব্দুল মাজেদ সরকার, মাঠ সংগঠক (আইবি) আছাদুল ইসলাম আছাদ,
ফিল্ড অর্গানাইজার (লিগাল এইড্) কাজুলী আক্তার প্রমূখ। উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া আজিজুল মেম্বার পাড়া গ্রামের রফিকুল ইসলামেন স্ত্রী এসিড আক্রান্ত মাজেদা বেগমকে পূর্ণবাসন ও অর্থনৈতিক উন্নয়নের ল্েয তার হাতে এক কালীন অফেরত যোগ্য হিসাবে বাছুর সহ একটি দুধের গাভী প্রদান করা হয়। ব্র্যাক সামাজিক মতায়ন  কর্মসূচির এধরনের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্তও করবে। অতিথিগণ এসিড আক্রান্ত মাজেদা বেগমকে উন্নত জাতের হাঁস মুরগী ও গবাদী পশু পালন করে আতœকর্মে নিজেকে সাবলম্বী  করে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2158049632985248142

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item