জলঢাকায় অদৃশ্য পোকার কামড়ে পাট কাটা নিয়ে বিপাকে চাষীরা

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় অদৃশ্য পোকার কামড়ে পাট কাটতে পাড়ছে না কৃষকরা। পোকার হাত থেকে বাচার জন্য কীটনাশক প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। এ দিকে পাট কাটার সময় সীমা অন্যদিকে সময় মত আমনের জন্য জমি তৈরি করতে না পেরে বিপাকে পড়েছে চাষীরা। স্থানীয় কৃষি সুত্র মতে এবার উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তু পাট কাটতে গিয়ে কৃষি শ্রমিকরা অদৃশ্য পোকার কামড় খেয়ে গোটা শরীরে চুলকাতে চুলকাতে ফুলে যাচ্ছে। পরে সেটা ঘা হচ্ছে এই কারনে কৃষকরা দ্বিগুন দাম দিয়ে পাট কাটছে। গাবরোল সরকারপাড়ার কৃষক ছাদেকুল ইসলাম বলেন, কাল জমিতে পাট কাটার জন্য কৃষাণ লাগিয়েছিলাম একটু পর অদৃশ্য পোকার কামড় খেয়ে কামলারা পালিয়ে যায়
। এমন পোকা চোখে দেখা যায় না। পরে ৩ হাজার টাকায় সেই পাট অন্য লোকের দ্বারায় কাটি। বালাপাড়ার কৃষক আবু হাসান বলেন, পাট কাটতে গেলে অদৃশ্য পোকার কামড়ের জন্য কীটনাশক ব্যবহার করছি। আর কয়দিন গেলে আমন ইরি লাগাতে হবে। তাই দ্বিগুন দাম দিয়ে পাট কাটছি। কৃষি শ্রমিক আহাদ আলী জানান আমার জীবনে এমন হয়নি। পাট কাটতে গেলে চুলকাতে চুলকাতে গোটা শরীর ফুলে চাকা চাকা হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জাফর ইকবাল এর  সাথে কথা হলে তিনি জানান এ রকম পোকার খোজ আমরা আগে পাইনি। পাট কাটতে গেলে ভাল ভাবে কাপর পরে যাওয়া উচিৎ কিংবা আগে কীটনাশক ব্যবহার করা দরকার। আগামী মৌসুমে পোকা দমনের ব্যবস্থা গ্রহন করব। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7808537530385835294

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item