ডোমারে ১৫ দিনেও উদ্ধার হয়নি শাহানাজ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অপহরনের ১৫ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি শাহানাজ খাতুন। গত ১৫ জুন বিকালে উপজেলার চিকনমাটি ছাওয়া ফেলার ডাঙ্গা নামকস্থান থেকে তাকে অপহরন করা হয়। এ ব্যাপারে শাহানাজের স্বামী মোঃ জিয়াউল ইসলাম খোকন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছেন।

মামলার বিবরনে জানাযায়, গত ১৫ জুন তার স্ত্রী শাহানাজ বেগম(৩৮) তার একমাত্র পুত্র সন্তান রকিব হাসান(১২) কে সাথে নিয়ে অটোযোগে তার শ্যালিকার বাড়ী নীলফামারীর পলাশবাড়ী যাচ্ছিলেন। পলাশবাড়ী যাওয়ার পথে উপজেলার চিকনমাটি ছাওয়া ফেলার নামক স্থানে পুলের সামনে হাবুল ইসলাম, আঞ্জুমান আলী, আল আমিন ও এছাহাক আলী নামে ৪ ব্যাক্তি অটো থামিয়ে তার স্ত্রীকে জোরপৃর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। এসময় আমার পুত্র তার মাকে তুলে নেওয়ার প্রতিবাদ করিলে তাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় অপহরন কারীরা। এ ব্যাপারে বাদী থানায় মামলা করতে গেলে থানা কোর্টে মামলা করতে বাদীকে পরামর্শ দেয়। ফলে বাদী গত ২৮ তারিখ নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। জিয়াউল ইসলাম খোকন জানান, হাবুল প্রায় সময় তার স্ত্রীকে কু প্রস্তাব ও মোবাইল ফোনে বিরক্ত করতো। তিনি বলেন অপহরনের ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার স্ত্রী উদ্ধার না হওয়ায় তিনি শংকিত বোধ করছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3434315454294925369

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item