মরা গাছে মরণ ফাঁদ পীরগাছায় নানা সমস্যায় জর্জরিত তালুক ইসাদ স: প্রা: বিদ্যালয়

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 

রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুকিপুর্ণ ২টি গাছ ওই বিদ্যালয়ের ২টি ভবন ও শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে। বিদ্যালয় ভবনের উপর হেলে পড়া গাছ ২টির ডালপালা মরে শুকিয়ে এই বর্ষা মৌসুমে ফুরফরে হয়ে গেছে। জরুরী ভাবে গাছ ২টি কর্তন করা না হলে মরা ডালপালা ভেঙ্গে প্রাণহানীসহ বিদ্যালয় ভবনের ক্ষতি সাধনের আশংকা রয়েছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই বিদ্যালয়ের উত্তর পাশে টিন শেড ঘরের উপর একটি ও পূর্ব পাশে পাকা ভবনের উপর একটি রেন্টি গাছ হেলে পড়ে আছে। গাছ ২টির ডালপালা শুকিয়ে ফুরফড়ে হয়ে গেছে। ভেঙ্গে পড়ার আশংকায় শিক্ষার্থীরা মাঠে খেলা ধুলা করতে ভয় পাচ্ছেন। এছাড়াও বিদ্যালয়টি নানা সম্যসায় জর্জরিত। শ্রেণি কক্ষের চেয়ার-টেবিল সংকট, দরজা-জানালা ভাঙ্গা চোরা ও বিদ্যালয় মাঠটি একেবারে নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলে মাঠে পানি জমে কাদার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী কেয়া মনি ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আইরিন আকতার জানান, মাঠে খেলতে গেলে প্রায়ই মরা ডালপালা ভেঙ্গে পড়ে। ফলে ভয়ে আমরা খেলতে পারি না। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক, ইস্রাফিল মিয়া ও আজিজুল হক জানান, বিদ্যালয় মাঠটি পাশের মহাসড়ক ও বিদ্যালয় ভবনের চেয়ে একেবারে নিচু। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। মাঠটি ভরাট করণ জরুরী হয়ে পড়েছে। পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম সরকার জানান, বিদ্যালয়ের মরা গাছ ২টি এখন শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ। মরা গাছ ২টি শিক্ষার্থীদের মৃধা বিকাশে বাঁধা গ্রস্থ্য হয়ে দাড়িয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, জরুরী ভিত্তিতে মরা গাছ ২টি কর্তন ও বিদ্যালয় মাঠ ভরাট এবং বিদ্যালয়ের নানা সমস্যা সমাধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি দেয়া প্রয়োজন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7294301936113314304

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item