পাগলাপীরে আবারো কাচা মরিচে ঝাল বেড়েছে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাট বাজারে আবারো কাচা মরিচের ঝালবেড়েছে। কাচা মরিচের প্রতি কেজিতে ৮০ টাকা দাম বেড়ে যাওয়ায় এখন ব্যবসায়ীরা ১শ টাকা কেজি দরে বিক্রি করছে। এদিকে পাগলাপীর সহ অঞ্চলের হাট বাজারে আকর্সিক ভাবে কাচা মরিচের দাম আকাশ চুম্বি বেড়ে গিয়ে ভুক্তভোগি ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় অঞ্চলের ছিন্নমূল সহ কৃষক পরিবার গুলি পরেছেন বিপাকে।
জানা গেছে পাগলাপীর সহ অঞ্চলের ব্যবসায়ীরা ২/৩ দিন আগে কাচা মরিচের কেজি ১৫/২০ টাকা দরে বিক্রি করছিলেন এখন দাম বেড়ে যাওয়ায় সেই কাচা মরিচ ১শ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অঞ্চলের ব্যবসায়ীরা জানান এখন বর্ষাকাল ডাল সিজেন তাই গাছ মরে যাওয়ায় কাচা মরিচের আমদানি কম ফলে দাম দিগুন বেড়েছে। এছাড়াও হাট বাজারে বেগুন পটল কৈইল্লা ও পেয়াজেরও কেজিতে দাম বেড়েছে ৫/১০ টাকা।

পুরোনো সংবাদ

রংপুর 2938565380027263959

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item