পাগলাপীরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনে মানুষজন নানা রোগব্যাধিতে আক্রান্ত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ আবহাওয়ার ব্যাপক পরিবর্তনে রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে মানুষজন নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। তবে এইসব রোগে গরু ছাগল মহিষ সহ প্রাণী কুলও রেহাই পাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। জানাগেছে পাগলাপীর অঞ্চল জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের ফলে অঞ্চলের প্রতিটি ঘর বাড়িতে মানুষজন জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, হাম, আমাশয়, হার্নিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিশেষ এইসব রোগে মায়ের কোলের দুধের শিশু
থেকে বয়বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি করে, ফলে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ডাক্তারদের চেম্বার, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতে প্রত্যহ রোগীরা ছুটাছুটি করছেন্। এদিকে অভিযোগ উঠছে অঞ্চলের হরিদেবপুর, মমিনপুর, চন্দটপাট, সদ্যপুস্করিনী, খলেয়া, বেতগাড়ী, বড়বিল, ইকরচাল, হাড়িয়ারকুঠি ও মাগুড়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স গুলিতে ডাক্তার স্বাস্থ্য কর্মীরা হতদরিদ্র রোগীদের রোগ নির্ণযের পর নামকাওয়াস্তে ভিটামিন ট্যাবলেট দিয়ে রোগীদের সেবার নাম করিয়ে সমুদয় সরকারী ঔষধ পত্র কালোবাজারে বিক্রি করছেন। ফলে অঞ্চলের অসহায় দরিদ্র পরিবারগুলি যথারীতি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5335332205440056874

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item