পাগলাপীরে ভেজাল মিশ্রিত হলুদ সয়লাভ।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে নিম্ন মানের ভেজাল মিশ্রিত তারকারিতে খাওয়া হলুদ সয়লাভ হয়ে পড়ছে। এদিকে এসব ভেজাল মিশ্রিত হলুদ তরকারিতে খেয়ে মানুষজন পেটের পিড়া কলেরা, ডায়রিয়া সহ নানা স্বাস্থ্যহীনতা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে হলুদের চড়া মূল্যের সুযোগ নিয়ে পাগলাপীর অঞ্চলে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা অল্প পুজিতে অধিক লাভের আশায় ইটের,গুড়ো কাউনের গুড়া, হলুদের শুটকি মেশিনে একত্রিত গুড়ো করে ক্যামিকেল মিশিয়ে তরকারিতে খাওয়া হলূদ তৈরি করে হাট বাজারে বিক্রি করছেন ।
খোজ নিয়ে জানা যায়  পাগলাপীর বন্দর, হরকলি, ধনতলা, বেতগাড়ি, গঞ্জিপুর, শিবের বাজার, পানবাজর ও হাজির হাট সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে বিক্রি এসব ভেজাল মিশ্রিত হলূদ । 

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 174848592662088864

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item