পাগলাপীরে টিকেটের বাজারে আগুন ঢাকাগামী যাত্রীরা বেসামাল হয়ে পড়ছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যবস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের বিভিন্ন কাউন্টারে টিকেটের বাজারে আগুন দাউ দাউ করে জ্বলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তগামী যাত্রীরা বেসামাল হয়ে পড়ছে। বিশেষ করে টিকেটের মুল্য দ্বিগুন বৃদ্ধিতে পাগলাপীর অঞ্চলে অসহায় দরিদ্র ঘরের রিস্কাচালক গার্মেন্টস কর্মী যাত্রীরা দিশেহারা হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানা গেছে সদ্যগত পবিত্র ঈদুল ফিতরে ছুটিতে আসা ঘরমুখী মানুষজন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার পালার সুযোগ নিয়ে পাগলাপীর বন্দরে কাউন্টার ব্যবসায়ীরা টিকেটের মুল্য দ্বিগুন বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন অঞ্চলের অসহায় দরিদ্র ঘরের ঢাকাগামী যাত্রীরা।
সরেজমিনে গতকাল শুক্রবার পাগলাপীর বন্দরের ঢাকা কোচ স্ট্যান্ড ঘুরে দেখা গেছে কাউন্টার ব্যবসায়ীরা ঢাকাগামী যাত্রীদের কাছে টিকেট বিক্রি করছেন লোকার কোচ ৭শ টাকা, বিআরটিসি ৬ শ ৫০ টাকা এছাড়াও ভিআইপি কোচ যাত্রীদের টিকেট হাজার ১২শ টাকা দরে। নাদের কাউন্টারের পরিচালক আওয়ামীলীগ নেতা বাটুল জানান ঈদের আগে টিকেটের মুল্য ছিল ৩শ থেকে সাড়ে ৩শ টাকা টিকেটের এ মুল্য বেশিদিন থাকবে না। তবে সপ্তাহ খানেকের মুল্য পূর্বের অবস্থায় ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1290952972159692122

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item