পাগলাপীরে পানি নিঃস্কশনে ড্রেন স্থাপনে বিভিন্ন ব্যবসায়ী সহ নাগরিক সমাজের জোর দাবী।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর থেকে ঃ আসন্ন বর্ষা মেীসুমের শুরুতেই রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর ও পঞ্চরাস্তার মোড় পাগলাপীরে স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য অবিলম্বে ড্রেন স্থাপনের জন্য পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবসায়ী মালিক সহ সচেতন নাগরিক সমাজ জোড়ালো দাবী জানিয়েছেন। জানা গেছে পাগলাপীর বন্দরে স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন না থাকায় একটু বৃষ্টি পাতে পানিতে বন্দরের ৫টি সড়কের দুধারে গড়ে উঠা ব্যাংক বীমা এনজিও শিা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শপিং কমপেক্স ও নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে।
সড়কে দুধারে দোকান পাটের সামনে বৃষ্টির পানি কোথাও হাটু পানি থৈ থৈ করে কোথাও পায়ের গোড়ালী পযন্ত পানি থৈ থৈ করায় শিার্থী পথচারী সহ  পাগলাপীর বন্দর বাসীকে চলাচল করতে হয় চরম দুর্ভোগে। পাগলাপীর বন্দরের বিভিন্ন হোটেল রেস্তোরা ব্যবসায়ী মালিকরা জানান প্রতিষ্ঠানের ব্যবহৃত ময়লা পরিত্যক্ত পানি ফেলানের জন্য কোন ড্রেন না থাকায় আমাদের ব্যবসা বানিজ্য বন্ধের উপক্রম হয়ে পড়ছে। মোহনা কিন্ডার গার্টেন এন্ড গার্লস স্কুলের পরিচালক নুরুন্নবী জাহাঙ্গীর, আহসান হাবীব আতিয়ার, পানসিগারেট ব্যবসায়ী লাজু সহ বিভিন্ন মহল জানান  পাগলাপীর বন্দরে স্থায়ী ভাবে পানি ন্ষ্কিাশনের জন্য কোন ড্রেন না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে কোমল মতি শিার্থীদের হাটু পানি কিংবা গোড়ালী পানির মধ্য দিয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে।  ফাইভ স্টার মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার দিনেশ চন্দ্র রাউৎ, দীপক মিষ্টান্ন ভান্ডারের প্রোঃ দীপক কুমার রায় জানান ড্রেন না থাকায় দোকানের ময়লা ব্যবহৃত পানি পরিবহনে করে অন্যত্র ফেলানো হচ্ছে। অথচ দোকানের ভিতরে একটু নোংরা পানি পড়ে থাকলে এর দায়ে কাস্টম অফিসারেরা আমাদের কাছ থেকে জরিমানা করছে। তারা দুঃখ প্রকাশ করে বলেন আমরা স্বাধীন দেশে বসবাস করলেও ব্যবসা বানিজ্য এমন কি নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। জানা গেছে দীর্ঘ দুই যুগ ধরে পাগলাপীর বন্দরে ৫টি সড়কে ড্রেন না থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল কলেজ মাদ্রাসার শিার্থী পথচারী সহ পাগলাপীর বন্দর বাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতিমধ্যে পাগলাপীর বন্দরের ডালিয়া বুড়িমারী সড়কের মেরী টকিজ পর্যন্ত পানি নিস্কাসনে একটি ড্রেন গত ৩/৪ মাস পূর্বে নির্মান করলেও ড্রেন টি সামন স্লপিং শেষাংশ ইউ মডেল নির্মান হওয়ায় পানি নিস্কাসন হচ্ছে না। ফলে নির্মানের তিন মাস যেতে না যেতেই ড্রেনটি এখন পরিত্যাক্ত। এ ব্যাপারে পাগলাপীরের সচেতন নাগরিক সমাজ সহ ব্যবসায়ী মহল স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য পাগলাপীর বন্দরের ৫টি সড়কে ড্রেন স্থাপনের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহম্মদ এরশাদ ও মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গার হস্তপে কামনা করছে।

পুরোনো সংবাদ

রংপুর 8198004784871734374

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item