শ্রমিক ফেডারেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে মানববন্ধন

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 

শ্রমিকের অধিকার আদায়ে ও মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল  বুধবার বেলা ১২টায় স্থানীয় প্রেসকাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সংগঠক ও বাসদ (মার্কসবাদী) নেতা পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগঠক শাহিদুল ইসলাম সুমন, লুৎফর রহমান লুতু, মানিক চন্দ্র দাস প্রমূখ।
নেতৃবৃন্দ সিলেটে কিশোর রাজন ও ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে এসে ২৭ জনের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি জানান। সমাবেশ থেকে জাতীয় নূন্যতম মজুরী ১৬ হাজার টাকা ঘোষণা, সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, কর্মস্থলে নিরাপত্তা প্রদান, সামরিক বাহিনীর রেটে শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের ব্যবস্থা, বিরাষ্ট্রীয়করণ বন্ধ, শ্রমিক নির্যাতন-ছাঁটাই-লে অফ-লক আউট বন্ধ এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। সেইসাথে নীতি আদর্শহীন ও সুবিধাবাদী সংগঠন এবং নেতৃত্ব প্রত্যাখান করে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি মালিকী ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 1950262456845418192

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item