জলঢাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা। আসামী শতাধিক

মতুর্জা ইসলাম,জলঢাকা, নীলফামারী প্রতিনিধি-
নীলফামারীর জলঢাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জন নামীয় ৭০ থেকে  ৮০ জন অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে মামলাটি দায়ের করে পুলিশের আহত কর্মকর্তা থানার সহকারী উপ-পরিদর্শক মাহবুবুল হক। ঘটনার সময় আটক যুবক রোমান হককে (১৮) ওই মামলার গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদি জলঢাকা থানার সহকারী উপ-পরিদর্শক মাহবুবুল হক বলেন, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের নামে গত সোমবার দুপুরে জলঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্নাকুড়ি বাজারে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের কাজে বাধা দিলে আসামীরা পুলিশ সদস্যদের ঘিরে রেখে হামলা চায়। তাদের হামলায় আমি আহত হয়ে জলঢাকা উপজেলা হাসালে চিকিৎসাধীন আছি। এঘটনায় আমি বাদি হয়ে ২১ জন নামীয় ও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওই মামলায় রোমান হককে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2561557947374555269

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item