জলঢাকায় জমি নিয়ে বিরোধে আহত ৬

মতুর্জা ইসলাম,জলঢাকা, নীলফামারী প্রতিনিধি-
নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে বিরোধে ছয় ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জলঢাকা পৌর সভার দুন্দিবাড়ি গ্রামের এ ঘটনায় আহত হাচানুর রহমান মৌল্লা ও তার ছেলে শামীমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের জলঢাকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পানি উন্নয়ন বোর্ডের পতিত জায়গার দখল নিয়ে দুন্দিবাড়ি গ্রামের হাচানুর রহমান মৌল্লা (৫০) ও আবুয়ালের (৪৫) মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। মঙ্গলবার সকালে ওই জমিতে হাচানুর কয়েকটি গাছ লাগায়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধলে হাচানুর রহমান মৌল্লা তার স্ত্রী গোলাপী বেগম (৪০), ছেলে আলম (৩০), ও শামীম (১৫) আহত হয়।
অপর পক্ষের আবুয়াল ও তার প্রতিবেশী মখলেছার রহমানে স্ত্রী জাহানারা বেগম (৩৫) আহত হয়। আলম ও জাহানারা বেগমকে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে অন্যদেরকে জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় অবস্থার বেগতিক দেখে আবুয়াল ওই জমির পাশে নিজের একটি ঘরে আগুন ধরিয়ে দিলে ভস্মিভুত হয় ঘরটি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম মঙ্গলবার বিকেলে বলেন, এঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2218518147646657913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item