বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে নগরীতে স্বর্ণ শিল্পীদের মানববন্ধন ও বিক্ষোভ

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার দুপুরে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন। গতকাল দুপুরে তারা নগরীর বেতপট্টি মোড়ের তাদের কার্যালয় থেকে মিছিল নিয়ে রংপুর প্রেসকাবের সামনে মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু প্রমূখ। 

স্বর্ণ শিল্পীরা জানান, হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও জুয়েলারী মালিকেরা সপ্তাহে তাদের মাত্র ২ শত টাকা মজুরি প্রদান করে। এই টাকা দিয়ে তাদের কোন রকমে পরিবার পরিজন নিয়ে চলতে হয়। আমরা সপ্তাহে ২ হাজার টাকা মজুরির জন্য মালিকদের সাথে একাধিকবার আলোচনায় বসেছি কিন্তু তারা আমাদের কোন দাবি মেনে নেননি। উল্টো মালিকরা সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের উপর নির্যাতন চালিয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে রংপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

পুরোনো সংবাদ

রংপুর 8551172660382123690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item