প্রখর রোদে মরছে মাছ

হাজীমারুফ রংপুর
রংপুরের বদরগঞ্জে প্রখর রোদে খাল বিল ও নিচু জমিতে থাকা পানি গরম হয়ে মাছ মরে যাচ্ছে। গত এক সপ্তাহ থেকে উপজেলায় খরা চলছে। গতকাল বুধবার এলাকায় সর্বোচ্চ ৩৬.৫ ও সর্বনিম্ন ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে।
গতকাল সরেজমিন দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি, কালিরডাঙ্গা, জামালপুর গ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খাল-বিল ও নিচু জমির মাছ মরে পানির ওপরে ভেসে ওঠেছে। প্রখর রোদে পানি গরম হয়ে পড়েছে। এলাকার নারী পুরুষ ও শিশুরা ঘুরে ঘুরে ওই মাছ সংগ্রহ করছেন।
বদরগঞ্জহাটের মাছ ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, রোদে খাল-বিলের মাছ মরে যাওয়ায় গত চারদিন ধরে বাজারে ছোট মাছের আমদানি ব্যাপক বেড়েছে। দামও সস্তা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ বলেন, ‘গত এক সপ্তাহ থেকে প্রখর রোদ ও ভ্যাপসা গরম চলছে। অতিরিক্ত রোদে খাল বিলের পানি গরম হয়ে পড়ায় ছোট মাছ মরে যাচ্ছে বলে আমরাও খবর পাচ্ছি।’


পুরোনো সংবাদ

রংপুর 6538137920491827175

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item