পাগলাপীরে ঈদ উৎসবে কেনাকাটায় দিশেহারা কৃষক পরিবার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উৎসবে রংপুরের পাগলাপীরে ঈদের কেনাকাটা নিয়ে দুশ্চিন্তা করছেন কৃষক পরিবারগুলো। অথচ ঈদের আর মাত্র সপ্তাহ খানেক বাকী থাকলেও পাগলাপীর অঞ্চলের কৃষক পরিবারগুলী ঈদের কেনাকাটা করবেন নাকি জমিতে আমন রোপন করবেন এ চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষক পরিবারগুলো। ইতোমধ্যে অঞ্চলের প্রবাসী, চাকুরী, ব্যবসায়ী ও দাদন ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষজন কেনাকাটা প্রায় শেষ করলেও এখনও কেনাকাটার ধুম পড়েনি কৃষক পরিবাগুলোতে।
জানা গেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। অঞ্চলের কৃষকরা জমিতে ধান, পাট, গম, সরিষা, আলু, আখ, তামাকসহ বিভিন্ন রবি শস্য চাষাবাদ করে পুরো বছর জীবন সংসার চালিয়ে যায়। কিন্তু ৫/৬ বছর ধরে এ অঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুলতার মোকাবেলা করে জমিতে ধান, গম, আখ, সরিষা, আলু, তামাকসহ নানা শস্য চাষাবাদ করে বাম্পার ফলন ফলালেও সেই ফসল হাট বাজারে পানির দামে বিক্রি করে আজ অকুল সাগরে ভাসছে। ফলে আগামী ঈদ উৎসবে কৃষক পরিবাগুলী নতুন কাপড় চোপড় কেনা কাটা করবে নাকি চলতি আমন মৌসুমে জমিতে আমন ধান রোপন করবেন এ নিয়ে দিশেহারা।

পুরোনো সংবাদ

রংপুর 5135767896676036498

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item