পাগলাপীরে বিভিন্ন ফার্মেসীতে নিম্ন মানের ঔষধ সয়লাব

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকেঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাট বাজারের ফার্মেসীর দোকানগুলোতে নকল ভুয়া কোম্পানীর তৈরীকৃত নিম্ন মানের ঔষধ সয়লাব হয়ে পড়ছে। ফলে ভুক্তভোগী সাধারণ মানুষজন আসলদামে ঔষধ ক্রয় করলেও তারা প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে পাগলাপীর সহ অঞ্চলের ভুক্তভোগী মহলের অভিযোগ এইসব নকল ভুয়া কোম্পানীর তৈরীকৃত ঔষধ ট্যাবলেট ক্যাপসুল সিরাপ সেবন করে রোগীরা সুস্থ হওয়াতো দুরের কথা উল্টো রোগীরা নানান জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এমনকি অনেক রোগীরা এসব ঔষধ সেবন করে শরীরের বিভিন্ন স্থানে অঙ্গ হানি সহ প্রাণহানির ঘটনার শিকার হচ্ছেন। জানাগেছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের হরিদেবপুর মমিনপুর চন্দনপাট সদ্যপুষ্করিনী খলেয়া বেতগাড়ী বড়বিল উত্তম ইকরচালী হাড়িয়ারকুঠি ও মাগুড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ফার্মেসীর দোকান গুলোতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অল্প পুজিতে অধিক লাভের আশায় তারা দেশের বিভিন্ন স্থান হতে আমদানীকৃত নকল ভুয়া কোম্পানীর তৈরীকৃত নিম্ন মানের ঔষধ পত্র ক্রেতাদের কাছে আসল দামে বিক্রি করছেন। অথচ ডাক্তার রোগীদের হাতে প্রেসক্রিপশনে যেসব ট্যাবলেট ক্যাপসুল সিরাপের নাম উলেখ করছে সেই ঔষধ পত্রের সঙ্গে এ ঔষধ গুলির কোন মিল নেই বরং অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা লম্বা গলাবাজি করে ক্রেতাদের বলছেন আমি যে ঔষধ গুলি দিলাম দাম কম কিন্তু কাজ হবে শতভাগ। এইসব কথা বলে অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা নকল ভুয়া কোম্পানীর তৈরীকৃত নিম্ন মানের ঔষধ ক্রেতা সাধারণের কাছে বিক্রি করে আজ অনেকে আঙ্গুল কলা গাছ বনে গেছে। এ ব্যাপারে পাগলাপীর সহ অঞ্চলের সচেতন মহল নকল ভুয়া কোম্পানীর তৈরীকৃত নিম্ন মানের ঔষধ বিক্রি বন্ধ সহ অসাধু ফার্মেসী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট কর্তৃপরে দৃষ্টি কামনা করছেন। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2927047975249667247

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item