ডোমারে সেরা মৎস্য চাষী হিসাবে পুরস্কার পেলো শিমুল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারে সেরা মৎস্য চাষী হিসাবে পুরস্কার পেলো তরিকুল ইসলাম শিমুল। “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা  ফলে” মাননীয় প্রধান মন্ত্রির এই শ্লোগানকে সামনে রেখে। ২৮জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত পরিষদ মাঠে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সফল খামরী হিসাবে মা আবেদা মৎস্য হ্যাচারীর স্বত্বাধীকারী তরিকুল ইসলাম শিমুল পুরস্কার পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছরুল ইসলাম দানু, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার সাইয়েদুল মোফাচ্ছালীন, ফিল্ড এ্যাসিটেন্ট আইএপিপি মানিক চন্দ্র রায়, ক্ষেত্র সহকারী সাখোওয়াত হেসেন প্রমূখ। গত ২৪ ফের্রুয়ারী ডাঃ শ্রী ইন্দ্রজীত বর্ম্মন ও বাবু জগদিশ চ্ন্দ্র বর্ম্মন হ্যাচারীর শুভ উদ্বোধন করেন। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ পারঘাট বাজার সংলগ্ন ০৫ একর জমির উপরে ০৮টি পুকুর খনন করে রেনু, ডিম সহ বিভিন্ন জাতের পোনা উৎপাদন করে। বিশেষ করে দক্ষ প্রশিক্ষক দ্বারা উপজেলার সকল মৎস্য চাষীদের কর্মশালার মাধ্যমে মলা মাছ চাষ প্রশিক্ষণ দিয়ে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। মাছ উৎপাদনের মাধ্যমে আমিষের চাহিদা পূরণে প্রতিক্রীয়া ব্যাক্ত করেন হ্যাচারীর ব্যবস্থাপনা পরিচালক আনারুল ইসলাম আনু।

পুরোনো সংবাদ

নীলফামারী 6194006667939413945

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item