ডোমারে ১৯ জুয়ারী গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ১৯জুয়ারীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ২৪জুলাই রাত ১১ ঘটিকায় জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়। ডোমার থানার অফিসার ইন্জার্চ মোয়াজ্জেম হোসেনের নের্তৃত্বে ওসি (তদন্ত)আইয়ুব আলী, এসআই খাদেমুল করিম ও এ্সআই আব্দুর রউফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডোমার প্রেস কাব থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃর্তরা হলেন উপজেলার পশ্চিম বোড়াবাড়ী চান্দিনা পাড়া গ্রামের মৃত নূর ইসলামের পুত্র দুলু মিয়া(৪৫)  মৃত কাশেম আলীর পুত্র সামছুল হক(৪৫) মৃত ছাপের আলীর পুত্র রমজান আলী(৫০) মৃত আব্দুল আজিজের পুত্র মততাজ আলী(৪৮) বছির রহমানের পুত্র সাইদার রহমান(৩৮) হায়দার আলীর পুত্র সহিদুল হক(৪৮) মৃত বাচ্চু মামুদের পুত্র ওয়ালিয়ার দেওয়ানী (৬০) সামছুল ইসলামের পুত্র রবিউল ইসলাম(৩৮) মৃত কছির উদ্দিনের পুত্র জুয়েল রানা(৩২) মৃত মোহাম্মদ আলী খোকার পুত্র আনজারুল হক(২৯) একই এলাকার উত্তর পাড়া গ্রামের মৃত আছর মামুদের পুত্র ফজলু(৫৫) ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মছর উদ্দিনের পুত্র আব্দুল তোতালেব(৫০) মৃত মফিজার রহমানের পুত্র তহিদুল ইসলাম(৩৮) শাহীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনেরর পুত্র নূর মোহাম্মদ(৩৫) গোডাউন পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র আনারুল হক(৪৫) পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়ার মৃত আব্বাছ আলীর পুত্র রব্বু(৪৫) পল্টন পাড়া এলাকার রমজান আলী দর্জির পুত্র মিজানুর রহমান মিজান(৩২) কলেজপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র আলী হোসেন(২৬)। রাতে তাদের ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিট্রেড  ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের জুয়া আইনে ৪ ধারায় মোতাবেক ১৯ জনকে ১শত টাকা করে জরিমানা প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3525409032372747397

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item