ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে বাড়ীতে ভাংচুর মহিলা সহ আহত ২।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাড়ীর সিমানাকে কেন্দ্র করে বাড়ীতে ভাংচুর মহিলা সহ ২জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী মাদ্রাসা পাড়া গ্রামে। সরেজমিনে জনাযায়, ৭ জুলাই দুপুরে মৃত আলে মামুদের পুত্র আজিজার রহমানদের সাথে প্রতিবেশী ছকিমদ্দিনের পুত্র আল-আমিনদের সাথে বাড়ীর সিমানা নিয়ে বাকবির্তকের এক পর্যায়ে আল-আমিনের সন্ত্রাসী বাহিনী ফয়সাল, সোহাগ, দেলোয়ার  তাদের দলবল মিলে অর্তকিতভাবে আজিজার রহমানের বাড়ীতে হামলা চালায় এবং ঘড়ের আসবাবপত্র ভাংচুর করে।
এতে করে বাড়ীর লোকেরা এগিয়ে এলে তারা লাঠি, ছোড়া সহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে তাদের বেধর মারপিট করে এবং তাদের অস্ত্রের আঘাতে আকবর আলীর স্ত্রী হাচনা বানু(৩০) ও লিয়াকত আলীর স্ত্রী আছিয়া খাতুন(২৫) গুরুত্বর আহত হয়। সন্ত্রাসীদের কবল থেকে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তবে হাচনা বানুর অবস্থা আশংখ্যা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন কর্তব্যরত ডাক্তার। অপরদিকে সন্ত্রাসী গ্র“পের লোকেরা প্রভাবশালী হওয়ায় দলের নেতাদের ছত্রছায়ায় থানায় মামলা নিতে গড়িমুশি করছে বলে জানান ভূক্তভূগি লিয়াকত আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 6451952696823190484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item