সৈয়দপুের ডলার চক্রের মুল হোতা গ্রেফতার

আবু ফাত্তাহ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃশনিবার রাতে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ডলার চক্রের প্রধান হোতা নওগাঁর মোজাম্মেল হক (২৪) নামের প্রতারক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। 

পুলিশ জানান, নওগাঁর মহাদেবপুরের কাজিমুদ্দিনের ছেলে এরশাদ আলীকে (৩০) ডলার দেয়ার প্রলোভন দিয়ে
প্রতারক ডলার চক্রের একটি দল সৈয়দপুর নিয়ে আসে এবং ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মারধর করে তার কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় টহল পুলিশ সৈয়দপুরের বসুনিয়া মোড় এলাকা থেকে শনিবার রাত ৮টায় এরশাদ আলীকে উদ্ধার করে। সে পুলিশের কাছে ঘটনার কথা জানিয়ে ৫ জনকে আসামী করে রাতেই সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ডলার চক্রের মুল হোতা নওগাঁর মোজাম্মেলকে একটি মোটর সাইকেল ও দুইটি ডলারসহ গ্রেফতার করে। এ সময় পালিয়ে যায় ডলার চক্রের অপর ৪ সদস্য।

এরা হলো নওগাঁর খোকন (৩৫), নীলফামারী সংগলশী গ্রামের ইসাদুল হক (২৮) ও সাহারুল (৩০), রংপুর বদরগঞ্জের আখতারুল (২৮)। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুল হোতাকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5041044297826514781

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item