দিনাজপুরের খানসামায়বিদ্যুতের সঠিক ব্যবহার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে ------- পররাষ্ট্রমন্ত্রী

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্তই হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুতের সঠিক ব্যবহার বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ এর উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশের কোন গ্রাম আর অন্ধকারে থাকবে না। এই অঙ্গিকার পূরণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিদ্যুৎ ব্যবহারে সকলকে মিত্যব্যয়ী হওয়ার জন্য আহবান জানিয়ে বলেন, স্কুলের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখন থেকেই এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে যার যার অবস্থানে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।

গতকাল শুক্রবার দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্তরে প্রধান মন্ত্রীর কার্যালয় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ৬টি নতুন বাড়ী, পাকেরহাট বীর মুক্তিযোদ্ধাগণের নামফলক ও সৌর সড়ক বাতি স্থাপন, উপজেলার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীর ৪২ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল নতুন ভবন উদ্বে¢াধন, পররাষ্ট্র মন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হইতে গরীব ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার রোগীর চিকিৎসাজনিত চেক বিতরণ, খানসামা ডিগ্রী কলেজ ফল বাগান ও সোলার প্যানেল স্থাপন, পাকেরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান ফটক এর উদ্ধোধন, তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রীর সহধর্মীনি শাহীন আলী, বরেন্দ্র উন্নয়ণ কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম খান, দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেড,এইচ মোঃ আলী শামীম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর ডিজিএম আবু উমাম মোঃ সাহাবুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ এজামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ। মন্ত্রী কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 380691123304075145

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item