ডিমলায় ছিটমহল জন গণনাস্থল পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনার মোহম্মদ দিলোয়ার বখত নীলফামারীর ডিমলায় ৪ টি ছিটমহলের হেডকাউন্টিং(জনগণনা)স্থল পরিদর্শন করেছেন। গত ৬ জুলাই ২০১৫ ইং হতে শূরু হয়েছে জনগণনার কাজ, চলবে  ১৬ জুলাই ২০১৫ পর্যন্ত। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মোহম্মদ দিলোয়ার বখত ৩১ নং ছিটমহল নগর জিকাবাড়ীর গননাস্থল পরিদর্শন করে গনকারী যৌথ প্রতিনিধিদলের সাথে জনগণনার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বিভাগীয় কমিশনার ছিটমহলবাসীদের ইচ্ছা অনুযায়ী নাগরিকত্ব নির্ধারনের বিষয়ে গণনাকারীদের ল রাখার নির্দেশ প্রদান করেন।
তিনি স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ছিটমহলবাসীদের যেন কোন বিষয়ে কোন সমস্যা না হয় সেদিকে সার্বনিক নজর রাখবেন। এবং ৪ বছরের নিচের শিশূদের নতুন ফমূলায় অন্তভূক্ত করার নির্দেশ প্রদান করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও ডিমলা থানার ওসি রুহুল আমীন খান উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের যৌথ প্রতিনিধি দলের উপস্থিতিতে ৬ জুলাই হতে ১৬ জুলাই হেডকাউন্টিং কার্যক্রম পরিচালনা কার্যক্রম শূরু হযেছে। যৌথ এই হেডকাউন্টিং এ ভারতের পে প্রতিনিধি হিসেবে রয়েছেন ভূমি জরিপ সহকারী শ্রী সনজিব বসাক বি এল এন্ড এল আর ও, শাথীভাঙ্গা-২, ইন্ডিয়া। শ্রী জয়দিপ মন্ডল বি এল এন্ড এল আর ও, শিতলকুচি ইন্ডিয়া ও শ্রী অপরেশ পাল এস ডি এল এন্ড এল আর ও কুচবিহার ইন্ডিয়া। বাংলাদেশের পে রয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, শিক আজিজুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, ভুমি সহকারী কর্মকর্তা এমদাদুল হক খান, দেলোয়ার হোসেন, গোলাম রব্বানী। এ সময় যদি কেউ ভারতে থাকার ইচ্ছে পোষন করে তবে তার যাতায়াতের সুবিধার জন্য দেয়া হবে পারাপার গ্রীনকার্ড। যেই কার্ডটি দিয়ে ওই ব্যক্তি নির্ধারিত সময় ৩০ নভেম্বর পর্যন্ত নির্বিঘেœ ভারতে যাতায়াত করতে পারবে। বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অভ্যন্তরে ৪টি ছিটমহলের হেডকাউন্টিং জরিপে ১১৯টি পরিবার পেয়েছেন গণনাকারীরা। এর চূড়ান্ত হিসাব অনুযায়ী এসব পরিবারের জনসংখ্যা মোট ৫৩২ জন। এখানে পুরুষ ২৭২ ও মহিলা ২৬০ জন। সোমবার সকাল হতে জনগণনা শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত ৩০ নং বড় খানকি খারিজা গিদালদহ ছিটমহলে ২ টি পরিবার ও ৩১ নং নগর জিকাবাড়ী ছিটমহলে ৫ টি পরিবার অন্তভূক্ত হয়েছে। উপজেলা সদর হতে ১২ কিঃ মিঃ দুরুত্ব ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে মধ্যে ২৮ নম্বর ছিটমহল বড়খানকির পরিবারের সংখ্যা ২১ ও জনসংখ্যায় পুরুষ ৪৯, মহিলা ৪৮ সহ ৯৭ জন। উপজেলা সদর হতে ১১ কিঃ মিঃ দুরত্ব ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের মধ্যে ২৯ নম্বর ছিটমহল বড়খানকি খারিজা গিদালদহর পরিবারের সংখ্যা ৪৭। জনসংখ্যার মধ্যে পুরুষ ৯৪ জন, মহিলা ৯৬ জনসহ ১৯০ জন। উপজেলা সদর হতে ৯ কিঃ মিঃ দুরত্ব ৫ নং গয়াবাড়ী ইউনিয়নের ৩০ নম্বর ছিটমহল বড়খানকী খারিজা গীতালদহে পরিবারের সংখ্যা ৯। জনসংখ্যায় পুরুষ ২১ ও মহিলা ১৮সহ ৩৯ জন। উপজেলা সদর হতে ৮ কিঃ মিঃ দুরত্ব ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৩১ নম্বর ছিটমহল নগর জিকাবাড়িতে পরিবারের সংখ্যা ৪৯ জন। জনসংখ্যায় পুরুষ ১০৮ জন ও মহিলা ৯৮ জনসহ ২০৬ জন। এ ছাড়া  বাংলাদেশের ভূ-খন্ডের অভন্তরে ভারতের কোচবিহার জেলাধীন ১৭ হাজার ২৫৮ দশমিক ২৪ একর আয়তনের ১১১টি ছিটমহল রয়েছে। নীলফামারী জেলার ডিমলায় ৪টি ছিটমহলের আয়তন ১৬৮ দশমিক ৪৮ একর। লোক সংখ্যা ৫৩২ জন। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 2735413777888706474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item