ডিমলায় রোপা আমন নষ্ট করে-জমি জবর দখলের চেষ্টা

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় শুক্রবার রোপা আমন নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া যায়। ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা গ্রামের বিরেন দাশের পৈত্রিক সম্পতি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। জানা যায়, মৃত্যু ফুকুন্দ দাশের পুত্র বিরেন দাস পৈত্রিক মুলে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে সেই জমি।
শুক্রবার সকালে  পাশ্ববর্তী মৃত্যু গোম নাথ দাসের পুত্র খাকারু দাস, মৃত্য শরিন দাসের পুত্র সুরেশ দাস ও ক্ষিরত দাস ১বিঘা রোপা আমন ক্ষেতে মই দিয়ে দখলের চেষ্টা করে। বিরেন দাস জানায়, বাড়ীর পুরুষ লোকজনের অনুপস্থিতিতে সকালে পাশ্ববর্তী খাকারু দাসের লোকজন জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা লাঠি সেটাসহ বিভিন্ন দেশীয় অন্ত্রে সস্ত্রে  সজ্জিত থাকায় পরিবারের মহিলারা বাঁধা প্রদান না করে ভয়ে পালিয়ে যায়। তিনি বলেন, পৈত্রিক সম্পতি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসিতেছি। কুটির ডাঙ্গা মৌজার ৯০ দাগে ৩৪ শতাংশ ও ৫৩৪ দাগে ৪৪ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ (এক বিঘা) জমি নষ্ট করেছে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকরা জবর দখলকারীদের ভয়ে পরিবার পরিজন নিয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে। বিষয়টি থানায় লিখিত ভাবে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। ওই এলাকার মৃত মকছেদ আলীর পুত্র আমজাদ হোসেন(৬৫), ,ইয়াছিন আলীর পুত্র তছের আলী(৪০), আমজাদ হোসেনের স্ত্রী বাছিরন(৬০) সহ এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে দোষিদের শাস্তির দাবি করেন। এ ব্যাপারে বিবাদীগনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 5248898812518515676

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item