ডিমলায় কারেন্ট জালের জমজমাট ব্যবসা ।।

জাহাংঙ্গীর আলম রেজা ,,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ>>জেলার ডিমলা উপজেলায় এই বর্ষা মৌসুমে সরকার নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবসা প্রসাশনের চোঁখের আরালে জমজমাট ভাবে চলছে।সরে জমিনে গিয়ে বেশ কিছু দোকানে দেখা গেছে প্রকাশ্য কিছু স্যাম্পল কাপড়ের দোকানের মত ঝুলিয়ে এই অবৈধ কারেন্ট জাল সাজিয়ে রেখে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা ক্রেতাদের মন আকৃষ্ট করার জন্য রাতের বেলায় রং বি-রংগের বাতিতে সাজিয়ে সেই কারেন্ট জালের দোকানগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করছে।অপর দিকে এই কারেন্ট জালের কারনে ডিমলা উপজেলার তেল্লাইর পার ও নাউতারা এলাকায় দেশীয় মাছের বংশকে নিপাত করার জন্য এক শ্রেণীর জেলেরা রাতের আধারে আবাদি জমিতে এই কারেন্ট জাল পেতে মাছ মেরে প্রকাশ্যে তা বিক্রি করছে।এলাকায় সচেতন মানুষ থাকলেও এ ব্যপারে কারো কোন মাথা ব্যাথা নেই। দেখা গেছে গত বছর মত্‍স অফিসে কর্মকর্তা ও প্রসাশনের সহযোগীতায় বাজারে কারেন্ট জাল পাকড়াও অভিযানে কিছু সংক্ষক অবৈধ কারেন্ট জাল প্রকাশ্য আটক করে পুড়ে ফেলা হয়েছিল।
উপজেলার বর্তমান মত্‍স অফিসার কর্মকর্তা মিজানুর রহমানকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেন নি।তাই ডিমলা উপজেলার বিভিন্ন হাট বাজারে কারেন্ট জাল ব্যবসার মহাত্‍সবে পরিনিত হয়েছে।এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সজাগ না হলে আগামীতে দেশীয় মাছের দেখা মিলবে না বলে অভিজ্ঞমহলের ধারনা।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item