প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিবৃতি

প্রতিবাদঃ
গত ৯ জুলাই দৈনিক আজকালের খবর শেষের পাতায়সহ যে সকল পত্রিকায় ’ডিমলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গূরুতর আহত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে। তাতে ডিমলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কতৃক সাংবাদিক কে অফিসে ডেকে এনে ছাত্রলীগের সন্ত্রাসীসহ ১০/১৫ জন মিলে সাংবাদিককে লাঞ্চিত করে মোবাইল, পরিচয় পত্র ও নগদ টাকা ছিনতাইয়ের যে সংবাদ প্রকাশিত হয়েছে। তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ডিমলার কিছু নামধারী হলুদ সাংবাদিক নিজের অপকর্ম ঢাকতে ও আওয়ামীলীগকে সমাজে হেয় প্রতিপন্য করার জন্য মিথ্যে সংবাদটি পরিবেশন করিয়েছে মাত্র। ডিমলা সদর ইউনিয়ন আওয়ামীগ কায্যালয়ে সাংবাদিক লাঞ্চিতের ঘটনা ঘটেনি ও আমি কোন সাংবাদিককে ডাকিনি। আমি প্রকাশিত সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।


বিবৃতিঃ
গত ২৮ জুন ২০১৫ প্রেসক্লাব ডিমলা,নীলফামারী নামে যে কমিটি আমার সভাপতিত্বে দেখানো হয়েছে। সেই কমিটি আমার সভাপতিত্বে হয়নি এবং আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার জানামতে ডিমলার সাংবাদিকদের একটিই প্রেসক্লাব যা ডিমলা প্রেসক্লাব নামে পরিচালিত। এবং সেই প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ।

ইব্রাহীম কামাল ডিআই
সভাপতি,ডিমলা সদর ইউনিয়ন আওয়ামীলীগ,
ডিমলা,নীলফামারী।

পুরোনো সংবাদ

নীলফামারী 8463471854521839365

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item