রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৭৩৮তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস : 
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৭৩৮তম সাহিত্য বৈঠক ২ জুলাই   শুক্রবার রংপুর টউন হল চত্বর কার্র্যালয়ে অনুষ্ঠিত হয়।  সাহিত্য বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের  সভাপতি, বিশিষ্ট সাহিতত্যিক, শিক্ষাবিদ,সংগঠক  প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক পরিচালক মো:
আব্দুর রহীম এবং মো: সেলিম । তাঁরা সিয়াম সাধানার মাধ্যমে সততানির্ভর অনুকরণীয় জীবন গড়ার আহ্বান জানান।   সাহিত্য বৈঠকে ‘বর্তমান সভ্যতায় সততা চর্চা : সামাজিক দায়বোধ’  সম্পর্কে  বিশেষ আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি,বিশিষ্ট সাহিত্যিক ডা. মফিজুল ইসলাম মান্টু।  রোজার মানবিক দিক সম্পর্কে আলোচনা করেন সাধারণ সম্পাদক স্বাত্ত্বিক শাহ আল মারুফ ,কবি সুমন সোবহান । সাহিত্য বৈঠকে স্বরচিত কবিতা পাঠ করেন এ এস এম হাবিবুর রহমান, উম্মে সালমা পারভিন , সুনীল সরকার, নওয়াব আলী, সঞ্জিত কুমার রায়, রিয়াল মাহমুদ, শুভ্র। আবৃত্তি করে শোনান কাজল চন্দ্র রায়, আহসানুল কবীর মিলন ,আলমগীর হোসেন আলো, রেজওয়ান আলী,কাইয়ুম মিয়া বিপ্ল¬ব। সভাপতি প্রফেসর  মোহাম্মদ শাহ আলম রোজার মাধ্যমে গরীর-দুখীর কষ্ট অনুভব করে তাদের প্রতি সহমর্মি হবার আহ্বান জানান। পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লে¬ষণধর্মী আলোচনা করেন মারুফ হোসেন মাহবুব ।  সাহিত্য বৈঠকটি উপস্থাপনায় ছিলেন রিয়াল মাহমুদ।  মোম্মদ শাহ আলম, স্বাত্ত্বিক শাহ আল মারুফ,হাসনাহেনা বেগম রোজী’র  সৌজন্যে ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত অতিথি ও সদস্যবৃন্দ। ইফতার শেষে ভাক্তিমূলক সঙ্গীত ও লালনগীতি পরিবেশন করেন নীলরতন সরকার,ফজলুর রশীদ, অদ্বৈত চন্দ্র বর্মন ।  উলে¬খ্য যে রমজান উপলক্ষে সাহিত্য বৈঠক প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে ইফতারের মাধ্যমে সমাপ্ত হবে। । 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7848695441211199223

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item