সরকারী মালামাল পাচার সম্মান বাঁচাতে মোটর সাইকেল দিয়ে পরিশোধ

এ.আই.পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ


ঘুষের টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত মোটর বাইক দিয়ে পরিশোধ করলেন অধ্য সাহেব। নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের অধ্য শ্রী জগদীস চন্দ্র রায় গত ১৬ই জুলাই রাতে সরকারী কলেজের ল টাকার মালামাল অবৈধ ভাবে
মহেন্দ্র ট্রলি করে রাতের অন্ধকারে বাড়ী নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিধি বাম। মালামাল সহ মহেন্দ্র ট্রলি কলেজ ক্যাম্পাশ পার হওয়ার পুর্বেই ছাত্র জনতার হাতে ধরা পরে গেলেন। মালামাল পাচারকে কেন্দ্র করে সারা রাত চলে রফাদফার পালা। অবশেষে অধ্য সাহেব ১ ল টাকার চেক ও নগদ ১৬ হাজার টাকা কিছু প্রভাবশালী ব্যাক্তিদের হাতে তুলে দেয়। রাতে চেক পাওয়ার পর সেই চেক আবার ঐসব ঘুষখোর ব্যক্তিরা ৭৯ হজার টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে নেয়। চেক বিক্রি হওয়ার পর ব্যাংক খুললে চেক কেনা ব্যক্তি জনতা ব্যাংক চিলাহাটি শাখায় টাকা তুলতে গেলে দেখেন যে ঐ একাউন্টটি তার নয় এবং সেখানেও এই অধ্যক্ষ তার স্ত্রীর চেকে জাল স্বাক্ষর চেকটি প্রদান করে। সেই একাউন্টেও কোন টাকা নেই তখন চেক কেনা ব্যাক্তি চেক নিয়ে অধ্যরে বাড়ীতে যায় এবং টাকার জন্য চাপ সৃষ্টি করে। টাকা না দিলে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেয়। অবশেষে অধ্য সাহেব কোন উপায়  না দেখে তার ব্যবহৃত মটর সাইকেলটি (পালসার গাড়ি) দিয়ে ১ ল ৪০হাজার টাকা দর দাম করে ঘুষের টাকা পরিশোধ করে সম্মান বাঁচান। এই ঘটনায় সরকারী কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকায় অভিবাবক শ্রেনী এবং সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5360623910661065

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item