ঐতিহ্যবাহী বাজার চিলাহাটি, একটু বৃষ্টি হলেই কাদা-পানি-আবর্জনা, নেই কোন ড্রেনের ব্যবস্থা

আবু ছাইদ,চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন চিলাহাটি বাজার দীর্ঘ পুরোন একটি বাজার। এখানে তেমন কোন কল কারখানা না থাকলেও রয়েছে হাইস্কুল, গার্লস স্কুল, সরকারী কলেজ, ফাজিল মাদ্রাসা এবং প্রাইমারি সেকশনের অনেক শিা প্রতিষ্টান সহ রেলস্টেশন, পুলিশ তদন্ত কেন্দ্র এবং বেশ কিছু অফিস। এরকম একটি মান্ধান্তার আমলের জনবহুল একটি বাজার হওয়া সত্তেও বাজারটিতে নেই কোন পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থা। তাই একটু বৃষ্টি হলেই বাজারের সব কটি রাস্তায় কাদা পানি জমে থাকায় এলাকার জনসাধারণ, ছাত্র ছাত্রী এবং বাজারে পাশ্ববর্তী কয়েকটি মসজিদ থাকায় মুসলিদের চলাচলের জন্য চরম ভাবে ভোগান্তীর শিকার হতে হচ্ছে। 

এলাকা বাসি সূত্রে এবং এলাকা ঘুরে জানাগেছে, চিলাহাটি বাজার দেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি সর্ববৃহৎ ব্যবসা ও বানিজ্যিক একটি হাট ও বাজার । এই অনেক পরোন ঐতিহ্যবাহী হাট ও বাজারকে ঘিরেই গড়ে উঠেছে ছোট ছোট মার্কেট ও বেশ কিছু বিপনী বিতান। দীর্ঘ দিন ধরে রয়েছে এবং দিন দিন বাড়তেছে বিভিন্ন ধরনের দোকান পাট। সর্বনিম্ন স্তর থেকে সর্বচ্চ যে কোন পন্যের দোকানপাট রয়েছে এই চিলাহাটি বাজারে। বহুতল ভবন খুব বেশি না থাকলেও বাজারে আশে পাশে গড়ে উঠেছে একতলা, টিন সেড বেশ কিছু মার্কেট। এই হাট ও বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই চিলাহাটি বাজারে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার হাট বসে। কিন্তু এই জনসাধারনের জন্য কোন পর্যাপ্ত ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা। আর যেগুলো ড্রেন রয়েছে সেগুলোর ঠিকমত সংস্কার হয় না। সংস্কারের অভাবে বর্তমানে সে সব ড্রেনগুলোর বেহাল দশা বিরাজ করছে। চিলাহাটি বাজারের তরকারী হাটি, মাছ হাটি, মাংস হাটি, মুরগী হাটি, পান হাটি, চাউল হাটি নিয়ে মেইন রাস্তার পাশ দিয়ে গড়ে উঠেছে শত শত দোকান পাট। অথচ এই সমস্ত দোকান পাটের ময়লা আবর্জনা এবং পানি নিস্কাশনের নেই কোন ড্রেনের ব্যবস্থা। আর এতে করে একটু বৃষ্টি হলেই বাজারে জমছে পানি, ভরে যাচ্ছে কাদা, ময়লা, আবর্জনায় রাস্তা ঘাট। তাই জনসাধারন, স্কুলগামী ছাত্র ছাত্রী, মুসলিদেরকে কাদা পানি উপর দিয়ে বাজার করতে, শিা প্রতিষ্টানে যেতে, মসজিদে যেতে হচ্ছে। জানা গেছে চিলাহাটি হাট বাজার নয়, চিলাহাটির চতুর দিকেরই রাস্তা পথের এমনি অবস্থা। রাস্তা পথ গুলো চলাচলের একেবারই অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের ব্যবসায়ি, দোকানদারদের ভাষায় চিলাহাটি বাজার ডাক হয় ৫-৭ ল টাকা এবং আমরা দোকারদারগণ ইউনিয়ন পরিষদে ট্যাক্সও দেই অথচ হাট বাজার কর্তৃপ বা ইউনিয়ন পরিষদ কর্তৃপ আমাদের সমস্যা দূরকরণের জন্য আজও কোন ব্যবস্থা গ্রহন করেনি। বাজারে ব্যবসায়ীরা এই কষ্টের রসানল থেকে বাঁচার জন্য দ্রুত পানি নিস্কাশন ব্যবস্থা এবং রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7212363482751622405

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item