ডোমারে ৩দিন ব্যাপি ইউপি প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালার সমাপনি দিবস

আনিছুর রহমান মানিক (ডোমার) নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির উদ্যোগে ৩দিন ব্যাপি ইউপি প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালার সমাপনি দিবস অনুষ্ঠিত। ২৯ জুলাই বুধবার বিকালে ডোমার আন্ধারু মোড় ব্র্যাক এরিয়া অফিসে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যাবস্থাপক ইলিয়াস সরকারের সভাপতিত্বে প্রধান প্রশিক হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির রংপুর অঞ্চলের সিনিয়র প্রশিক রিয়াজুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী(বোড়াগাড়ী) আব্দুল হাকিম ভূট্টো(পাঙ্গা মটুকপুর) আজিজুল ইসলাম(হরিণচড়া) মনোরঞ্জন রায়(বামুনিয়া) মনোয়ার হোসেন(জোড়াবাড়ী) আলহাজ্ব হাফিজুল ইসলাম হাফিজ(ডোমার সদর)। ডোমার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরতি সদস্য এবং ইউপি সচিব সহ মোট ৮৪জন প্রতিনিধি কর্মশালায় অশংগ্রহন করেন।
২০০৯ সালের আইন অনুসারে পরিষদের কার্যাবলী, ওয়ার্ড সভা, ষ্ট্যাডিং কমিটি, উন্মুক্ত বাজেট, গ্রাম আদালত  সহ জন প্রতিনিধিদের দায়ীত্ব ও কর্তব্য বিষয়ে বিশেষ ধারনা দেয়া হয়। উল্যেখ্য উক্ত কর্মশালা ২৬জুলাই শুরু হয়ে ২৯জুলাই শেষ হয়। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করনের ল্েয এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে  ব্র্যাক সামাজিক মতায়ন  কর্মসূচির কর্তৃপ জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 8400024015895667710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item