রংপুরে এটিএন বাংলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ১৯ বছরে শুভ পদার্পণ উপলক্ষে বিভাগয়ী নগরী রংপুরে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। সভাপতিত্ব করেন রংপুর প্রেসকাব সভাপতি এ,কে,এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম, প্রেসকাব সম্পাদক ওয়াদুদ আলী, মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা-র প্রধান নির্বাহী অ্যাড. মুনীর চৌধুরী, শিক্ষাবিদ লেখক রকিবুল হাসান, নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাদল, দৈনিক প্রথম খবর এর ব্যবস্থাপনা সম্পাদক তাজিদুল ইসলাম লাল, কবি জাকিয়া সুলতানা চৈতী, কবি-গীতিকার এ,কে,এম শহীদুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম। এ আয়োজনে বিভাগীয় কমিশনার ও অন্যান্য অতিথিবর্গ কেক কেটে দেশের দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র গৌরবময় ১৯ বছরে পদার্পণকে স্বাগত জানান। একই সঙ্গে তারা অতীতের মতো আগামী দিনেও এটিএন বাংলা মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত বিভাগীয় প্রতিনিধি মাহবুবুল ইসলামের হাতে ফুল তুলে দিয়ে এটিএন বাংলা-পরিবারের প্রতি শুভেচ্ছা জানান। অতিথিবৃন্দ পরে এক ইফতার মাহফিলে অংশ নেন ।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7560518563462230841

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item