মাদকের ভয়াল থাবায় ভাসছে বেতগাড়ীর হাট

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: মাদকের ভয়াল থাবায় ভাসছে রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বেতগাড়ীর হাট। প্রতিরোধে থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের তেমন কোন ভূমিকা না থাকায় এলাকার সচেতন অভিভাবক মহল তাদের সন্তানদের নিয়ে উদিগ্ন হয়ে পড়েন বলে অভিযোগ উঠছে। জানা গেছে সাম্প্রতি কালে ঐতিহ্যবাহী বেতগাড়ীর হাটের আনাচে কানাচে অবাধে বিক্রি হচ্ছে মদ গাজা ভাঙ্গ তারি ফেন্সিডিল হিরোইন ইয়াবা টেবলেট সহ সব ধরনের মাদক নেশা। অভিযোগ উঠছে এই সব মাদক নেশা প্রকাশে বেচা বিক্রি ও সেবন হওয়ায় এলাকার স্কুল কলেজ পড়–য়া ছাত্র সমবয়সি তরুন যুবকসহ নি¤œআয়ের মানুষরা বিপদগামী হচ্ছেন। অনেকে নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় ,
হাস, মুরগী, গরু, ছাগল, টিউবলের মাথা বিভিন্ন বিলডিং স্থাপনার লোহার দরজা জানালা এমনকি  বাশ চুরি, বাজারে বিকসা ভ্যান সাইকেল ও দোকান চুরি ডাকাতি সহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িরে পড়ছেন। ফলে বেতগাড়ী ইউনিয়নে দিন দিন আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। এলাকার সচেতন মহলের অভিযোগ এক শ্রেণীর ব্যাক্তিরা থানায় কন্টাক করে মাদক ব্যবসা চালাচ্ছে। এর ফলে প্রতিবাদ করতে গিয়ে গ্রামের নিরিহ ব্যাক্তিরা উল্টো পুলিশ হয়রানির শিকার হচ্ছেন বলে বিভিন্ন মহলে জোরালও অভিযোগ উঠছে। এ ব্যাপারে বেতগাড়ী ইউনিয়নের সচেতন অভিভাবক মহল ঐতিহ্যবাহী বেতগাড়ীর হাটে প্রকাশো মাদক বিক্রি ও সেবন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।ুু

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item